সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

চা শিল্পের সংকট, গণতন্ত্র পুনরুদ্ধার ও দলের শৃঙ্খলা নিয়ে বিএনপি নেতাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত

স্টাফ রিপোর্টার ::

সাংবাদিকদের সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় ও সিলেটের নেতারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, দলীয় অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছেন। শনিবার (৫ এপ্রিল) দুপুর ১২টায় নগরীর আল-হামরা শপিং সিটির বাফেট প্যারাডাইস মিলনায়তনে আয়োজিত এ সভায় জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

নেতারা বলেন, দেশের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত চা শিল্প বর্তমানে চরম সংকটে। চা-শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। এই সংকট মোকাবেলায় মালিকপক্ষ, সরকার ও শ্রমিক সংগঠনকে সম্মিলিতভাবে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। রমজানে চা-শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের বিষয়টিও তুলে ধরেন বিএনপি নেতারা।

বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে বিএনপি শান্তিপূর্ণভাবে জেলা ও মহানগরীর প্রতিটি স্তরে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করেছে। এর মাধ্যমে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাধারণ জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। গণতন্ত্র, ন্যায়বিচার ও একটি নতুন আগামীর স্বপ্নে জনগণের যে প্রত্যাশা, তা উপলব্ধি করেছেন নেতারা।

তারা আরও জানান, গত বছরের গণ-আন্দোলনে নিহত ও আহত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বিএনপি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

ঈদ উপলক্ষে মহানগর ও জেলার সর্বত্র শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখায় পুলিশ, র‍্যাব, ট্রাফিক ও হাইওয়ে পুলিশসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান নেতারা।

দলীয় শৃঙ্খলা বিষয়ে তারা বলেন, বিএনপি একটি আদর্শভিত্তিক দল এবং শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। কেউ দলের নাম ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

নেতারা সাংবাদিকদের জাতির বিবেক হিসেবে অভিহিত করে বলেন, “কারও ব্যক্তিগত কর্মকাণ্ড পুরো দলের ওপর চাপিয়ে না দিয়ে ন্যায়বিচারের ভিত্তিতে সংবাদ পরিবেশন করুন।” গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানানো হবে বলেও আশ্বস্ত করেন তারা।

সভা শেষে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে নেতারা বলেন, বিএনপি ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে এবং গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে।

সভায় আরও উপস্থিত ছিলেন, এড. আশিক উদ্দিন আশুক পিপি, শাহজামাল নুরুল হুদা, জিয়াউল গনি আরেফিন জিল্লুর, নাজিম উদ্দিন লস্কর, সামিয়া বেগম চৌধুরী, ডা. আশরাফ আলী, রহিম মল্লিক, নজিবুর রহমান নজিব, এড. হাসান আহমদ পাটোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল, মামুনুর রশিদ মামুন, আনোয়ার হোসেন মানিক, কোহিনুর আহমদ, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম, আব্দুল ওয়াহিদ সুহেল এবং জসিম উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: