cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
হবিগঞ্জ সংবাদদাতা ::
‘পাহাড়, টিলা, হাওর, বন—হবিগঞ্জের পর্যটন’ এই শ্লোগান যেন জেলার সৌন্দর্যের পরিচয় বহন করে। প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর হবিগঞ্জ জেলায় রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান, যা পর্যটকদের মন কাড়ে।
এ জেলায় অন্যতম আকর্ষণীয় পর্যটন স্পটগুলোর মধ্যে রয়েছে সাতছড়ি জাতীয় উদ্যান, রেমা-কালেঙ্গা বন্যপ্রাণীর অভয়ারণ্য, গ্রিনল্যান্ড পার্ক, জেলা প্রশাসন পর্যটন পার্ক, হবিগঞ্জ গ্যাস ফিল্ড ফুটস্ ভ্যালি, তেলিয়াপাড়া মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ, বাল্লা স্থলবন্দর, দমদমিয়া লেক, বিথঙ্গল আখড়া, শংকরপাশা শাহী মসজিদ, সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহ.) মাজার, শাহ সোলেমান ফতেহগাজী বাগদাদীর মাজার, গায়েবী গজার মাছের পুকুর, সাগরদিঘি, রাবার বাগান এবং অসংখ্য চা-বাগান ও পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য।
ঈদুল ফিতর উপলক্ষে এই সব পর্যটনকেন্দ্রগুলোতে ভ্রমণপিপাসুদের উপচেপড়া ভিড় থাকে। ঈদের আনন্দ উপভোগ করতে দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা আসেন হবিগঞ্জে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
সাতছড়ি পার্কের ঈদ ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহাঙ্গীর আলম জানান, পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মোবাইল টিম, বিজিবি এবং পুলিশের বিশেষ টহল টিম মোতায়েন থাকবে।
হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, “ঈদ উপলক্ষে পর্যটনকেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তৎপর থাকবে, যাতে পর্যটকরা নির্ভয়ে ভ্রমণ করতে পারেন।”
এছাড়া, ঈদের দিন থেকে পরবর্তী তিন দিন আনসার ও স্বেচ্ছাসেবক সদস্যরাও পর্যটন এলাকায় দায়িত্ব পালন করবেন। পর্যটন সহায়ক পুলিশ ও বিজিবির টহল টিমও থাকবে সজাগ।
হবিগঞ্জের নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে আসা ভ্রমণপিপাসুদের জন্য এবারের ঈদ হতে পারে এক স্মরণীয় অভিজ্ঞতা।