সর্বশেষ আপডেট : ২১ ঘন্টা আগে
সোমবার, ২১ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

জনকল্যাণমূলক কর্মকাণ্ডে হৃদয়ে জকিগঞ্জ’র ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় — কবি কালাম আজাদ

ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও সিলেট সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ কবি কালাম আজাদ বলেছেন, সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। এই সংগঠন যে সেবা কার্যক্রম পরিচালনা করছে, তা আমাদের সমাজের জন্য দৃষ্টান্ত হতে পারে। আমি আশা করি, ভবিষ্যতে এ সংগঠন আরও বৃহৎ পরিসরে জনকল্যাণমূলক কাজ চালিয়ে যাবে। তিনি হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ছায়াতলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

তিনি শুক্রবার (১৪ মার্চ) নগরীর বন্দরবাজারস্থ একটি আন্তর্জাতিক হোটেলের কনফারেন্স হলে হৃদয়ে জকিগঞ্জ সিলেটের উদ্যোগে সিলেট শহরে অবস্থানরত জকিগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবী, রাজনীতিবিদ, তরুন, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের নিয়ে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সংগঠনের সভাপতি হাফিজ শাহিদুর রাহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম রুহেল লস্করের সঞ্চালনায় ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক এডভোকেট সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও হৃদয়ে জকিগঞ্জ এর উপদেষ্টা মাহবুবুল হক চৌধুরী ভিপি, সিলেট সরকারি কলেজের সাবেক অধ্যাপক ইমদাদুর রহমান চৌধুরী, জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি ও হৃদয়ে জকিগঞ্জ সিলেট এর উপদেষ্টা মাওলানা মুখলিসুর রহমান, জকিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা জালাল উদ্দিন, উইমেন্স মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল আবদুল ওয়াদুদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এম এ হান্নান, ইছামতি ডিগ্রি কলেজের প্রিন্সিপাল জালাল আহমদ, সিলেট জেলা যুব দলের সহ সভাপতি শাহিন আহমদ, সার্ক কলেজের প্রিন্সিপাল মহি উদ্দিন, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, সিলেট কম্বাইন্ড রোটারি ক্লাবের সহ-সেক্রেটারী ডাক্তার মুস্তফা আহমদ আজাদ, জকিগঞ্জ স্টুডেন্টস অর্গানাইজেশনের সভাপতি হাবিবুর রহমান মাসরুর, জকিগঞ্জ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাহিদুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, একাত্তর টেলিভিশন সিলেটের প্রতিনিধি হুসাইন আহমদ সুজাদ, জকিগঞ্জ একতা ফোরামের সহ সভাপতি ডাক্তার শাহিদুর রাহমান, সাউথ এশিয়ান ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দিদারুল ইকবাল, এডভোকেট মোস্তাক আহমদ, মারকাজুত তাকওয়া মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা জামিল আহমদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন সংগঠনের প্রচার সম্পাদক খালেদ আহমদ এবং দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন দরগাহ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আতাউল হক জালালাবাদী। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: