cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে দৈনিক আমার দেশের সংগ্রাম ছিল অপরিসীম, এমনটি জানিয়েছেন দৈনিক আমার দেশের সম্পাদক ড. মাহমুদুর রহমান। তিনি বলেন, পত্রিকার লড়াই ছিল ফ্যাসিবাদ ও ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, যারা দেশবাসীর অধিকারের ওপর চেপে বসেছিল।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সিলেট প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ক্লাব সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ড. মাহমুদুর রহমান আরো জানান, একুশে পদক পাইনি, মনোনীত হয়েছি। তবে অর্জন আমার একার নয়, এ অর্জন দৈনিক আমার দেশের সকল সাংবাদিকের এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামী সকলের।
তিনি সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বলেন, আপনারা সবসময় আমার দেশ’কে ভালোবেসেছেন, আমি আশাবাদী যে, সিলেটবাসীর এই সমর্থন আগামীতেও অব্যাহত থাকবে।
ড. মাহমুদুর রহমান আরও বলেন, ভারতের জনগণের প্রতি বাংলাদেশের কোন অভিযোগ নেই, তবে ভারত সরকারের আধিপত্যবাদের বিরোধিতা করা হচ্ছে। ১৯৪৭ সালে সিলেটবাসীর ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার সংগ্রামে সিলেটের অবদান চিরকাল স্মরণীয় থাকবে।
জুলাই বিপ্লবে পুলিশের গুলিতে নিহত দৈনিক জালালাবাদ’র স্টাফ রিপোর্টার ও দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান শহীদ সাংবাদিক এটিএম তুরাবকে স্মরণ করে তিনি বলেন, তার অবদান দেশে ফ্যাসিবাদমুক্ত করার পেছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমি তাকে শহীদি মর্যাদা দেয়ার জন্য মহান রবের কাছে প্রার্থনা করছি।
এ সময় অনুষ্ঠানে সিলেট প্রেসক্লাবের সিনিয়র সদস্যরা শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।