সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

জুড়ীতে চুরি হওয়া তিন মোটরসাইকেল উদ্ধার : গ্রেপ্তার ৪

জুড়ী সংবাদদাতা ::

মৌলভীবাজার জেলার জুড়ীতে বিশেষ অভিযান চালিয়ে চুরি হওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরদিন সোমবার (৩ ফেব্রুয়ারি) গ্রেপ্তারকৃতদের মৌলভীবাজার আদালতে হাজির করে জেলহাজতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন: জুড়ী উপজেলার দিঘলবাগ গ্রামের সবু মিয়ার পুত্র তায়েফ হোসেন (৪০), একই উপজেলার বেলাগাঁও গ্রামের মৃত আবুল কাশেম’র পুত্র মোঃ ইব্রাহিম (৩৬), মৌলভীবাজারের আষ্টসাংগন গ্রামের কবির আহমেদের পুত্র আবু সুফিয়ান (২০) এবং সিলেটের জকিগঞ্জ উপজেলার কাদিপুর গ্রামের আবুল হোসেনের পুত্র আলী হোসেন (৩০)।

পুলিশ জানায়, গত চার মাসে জুড়ী উপজেলায় প্রায় ৩৫-৪০টি মোটরসাইকেল চুরি হয়েছে। সর্বশেষ ২৬ জানুয়ারি উপজেলার জায়ফরনগর ইউনিয়নের শাহপুর গ্রামের আবুল কালামের মোটরসাইকেল চুরি হয়। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে তিনি ২ ফেব্রুয়ারি অজ্ঞাতনামাদের বিরুদ্ধে জুড়ী থানায় মামলা করেন।

মামলার পর অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) কামরুল ইসলামের নির্দেশনায় ও জুড়ী থানার ওসি মোঃ মুরশেদুল আলম ভূঁইয়ার নেতৃত্বে অভিযানে নামে পুলিশ। প্রথমে তায়েফ হোসেন ও ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আবু সুফিয়ান ও আলী হোসেনকে গ্রেপ্তার করা হয় এবং চুরি যাওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত চারজনের মধ্যে তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামি মোঃ ইব্রাহিমকে মোটরসাইকেল চুরির আরেকটি মামলায় বিয়ানীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, “গ্রেপ্তারকৃতরা চোরচক্রের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। পুরো চক্রকে ধরতে তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।”

এ ঘটনায় পুলিশ আরও তদন্ত চালিয়ে যাচ্ছে এবং চোরচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: