সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

জামিন পেয়ে ভারতে যাওয়ার সময় কুলাউড়ায় শিশুসহ ২নারী গ্রেপ্তার

কুলাউড়া প্রতিনিধি :

মৌলভীবাজারের কুলাউড়ায় এক মানব পাচারকারীর বাড়ি থেকে গত দু’দিন আগে ৮বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি। পরে তাদেরকে থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়। শুক্রবার (২৯নভেম্বর) সকালে পুলিশ তাদেরকে আদালতে প্রেরণ করলে বিচারক ২শিশুসহ ওই ২জন নারীকে জামিন দেন। জামিন পাওয়ার পর রাতেই আবারো তারা ভারতে যাওয়ার চেষ্টাকালে বিজিবি তাদেরকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে ৪৬বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ জামাল হোসেন জানান, গত ২৮নভেম্বর দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক এলাকার মানব পাচারকারী মোঃ ওয়াসকুরুনীর বাড়ি থেকে ৮জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। পরে তাদের থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়। শুক্রবার সকালে ওই ৮জনকে পুলিশ আদালতে প্রেরণ করে। তাদেরকে আদালতে তোলার পর বিচারক ফুলি (৩৫), সাথী (২৫)এর সাথে ২শিশুসহ তাদের জামিন দেন। জামিন পেয়ে রাতেই তারা আবারও কুলাউড়ার লালারচক সীমান্তদিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করলে বিজিবির সদস্যরা ফের আটক করে থানায় তাদেরকে হস্তান্তর করা হয়।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুর রাজ্জাক জানান, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার (৩০নভেম্বর) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: