সর্বশেষ আপডেট : ৩ মিনিট ২ সেকেন্ড আগে
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

বড়লেখা থানার নতুন ওসি আব্দুল কাইয়ুম’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

খলিলুর রহমান ::

মৌলভীবাজারের বড়লেখা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো: আব্দুল কাইয়ুম। ২৫ সেপ্টেম্বর যোগদান করা এই পুলিশ কর্মকর্তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ত্রিশালে।

বড়লেখায় যোগদানের পর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ তাঁর সাথে সৌজন্য স্বাক্ষাত করেছেন। গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টায় বড়লেখায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে এক সৌজন্য স্বাক্ষাতে মিলিত হন মো: আব্দুল কাইয়ুম।

এ সময় সাংবাদিকরা মাদক, জুয়া, চোরাচালান, কিশোর গ্যাং, ইভটিজিংসহ নানা সমস্যা তুলে ধরেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের আহবান জানান।

কাইয়ুম অপরাধীদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, এখন থেকে অপরাধ করে আর কেউ ছাড় পাবে না।

সাংবাদিকদের আশ্বস্ত করে তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মানে পুলিশ অগ্রণী ভুমিকা পালন করবে। জনগণের বন্ধু হয়ে পুলিশ কাজ করবে।

বড়লেখার আইনশৃঙ্খলা রক্ষার্থে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করে কাইয়ুম বলেন, থানার দরজা সবার জন্য উন্মুক্ত। পুলিশ জনগণকে তার প্রাপ্য সেবা দিতে প্রস্তুত। সরাসরি থানায় এসে পুলিশের সেবা গ্রহণ করতে সকল নাগরিকের প্রতি আহবান জানান পুলিশের এই কর্মকর্তা।

এ সময় উপস্থিত ছিলেন, বড়লেখা প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, বড়লেখা প্রেসক্লাবের সহ-সভাপতি খলিলুর রহমান ও ইকবাল হোসেন স্বপন, সাংগঠিনক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, যুগ্ম সম্পাদক হাসান শামীম ও জালাল আহমদ, কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিল, প্রচার সম্পাদক তপন কুমার দাস, দপ্তর সম্পাদক এ.জে লাভলু, সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী গোপাল দত্ত, প্রেসক্লাব সদস্য মস্তফা উদ্দিন, তাহমীদ ইশাদ রিপন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: