সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

বড়লেখায় মসজিদের ব্যাটারি চুরির ঘটনায় আটক ২

বড়লেখা প্রতিনিধি ::

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পূর্ব হাটবন্দ জামে মসজিদের একটি সোলার ব্যাটারী চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন মসজিদ কমিটির লোকজন।

গ্রেপ্তারকৃতরা হলেন, বড়লেখা পৌরসভার হাটবন্দ এলাকার আকবর আলীর ছেলে মো. কামাল (৪০), একই এলাকার মাসুক মিয়ার ছেলে মো. আব্দুল্লাহ ও ইয়াকুবনগর এলাকার আনোয়ার আসেন (৩০)। এই ঘটনায় পূর্ব হাটবন্দ জামে মসজিদ কমিটির সভাপতি জুবেদ আহমদ বাদি হয়ে তিনজনের নামোল্লেখ করে মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর রাত নয়টার দিকে উপজেলার পূর্ব হাটবন্দ জামে মসজিদের ইমাম এশার নামাজ আদায় করে মসজিদ তালা দিয়ে বাড়িতে চলে যান। পরদিন অর্থাৎ ২৮ সেপ্টেম্বর শনিবার ভোর অনুমানিক সাড়ে চারটার সময় ফজর নামাজ আদায়ের জন্য ইমামসহ মুসল্লীরা মসজিদে এসে দেখেন মসজিদের ভেতরে থাকা ২২ হাজার টাকা মূল্যের একটি ১২ ভোল্টের সোলার ব্যাটারী নেই। তাৎক্ষণিক মসজিদের ইমামসহ মুসল্লীরা বিষয়টি মসজিদ কমিটির সভাপতিকে অবগত করেন। পরে মসজিদ কমিটির সভাপতি জুবেদ আহমদ মসজিদে গিয়ে চুরি যাওয়া ব্যাটারী খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে উত্তর চৌমহনী এলাকার গ্রামীণ ব্যাকারীর সিসি ক্যামেরার ফুটেজ দেখে মামলার ২ নম্বর আসামী মো. আব্দুল্লাহকে শনাক্ত করা হয়। পরে মসজিদ কমিটির লোকজন তাকে আটক করে জিজ্ঞাসাবাদে করলে সে জানায়, কামাল ও আনোয়ারের সহযোগীতায় রাতে মসজিদের উত্তর পাশের গ্রীলবিহীন থাই জানালা কৌশলে খুলে ভেতরে প্রবেশ করে মসজিদ থেকে তারা ব্যাটারী চুরি করে নিয়ে গেছে। এরপর তারা মো. কামালকে বাড়ি থেকে আটক করলে সেও ব্যাটারী চুরির কথা স্বীকার করে। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে বড়লেখা থানার এসআই আতাউর রহমান ঘটনাস্থলে গিয়ে আসামিদের গ্রেপ্তার করেন এবং চুরি যাওয়া ব্যাটারিটি আব্দুল্লাহর বাসা ঘোলষা বাউলের চকে অভিযান চালিয়ে জব্দ করা হয়।

বড়লেখা থানার ওসি মো. আব্দুল কাইয়ূম রোববার রাত নয়টায় বলেন, মসজিদের ব্যাটারী চুরির ঘটনায় কমিটির সভাপতি থানায় মামলা করেছেন। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সোমবার আদালতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: