cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
সিলেটে সুমন নামের একজনসহ ৯জনের বি’রুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মা’মলা দায়ের করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পু’লিশের (এসএমপি) শাহপরাণ থা’না এলাকার বাসিন্দা মো. রায়হান হোসেন বাদী হয়ে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সিলেটের সাইবার টাইব্যুনালে এ মা’মলা দায়ের করেন।
আ’দালত মা’মলা’টি আমলে নিয়ে ত’দন্তের জন্য এসএমপি’র শাহপরান (রহ) থা’নার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন।
মা’মলায় অ’ভিযু’ক্তরা হলেন- সিলেটের গোয়াইনঘাট থা’নাধীন জাফলং গুচ্ছগ্রাম মোহাম্মপুর এলাকার মুহিবুর রহমানের ছে’লে ও সিলেট নগরের শাহী ঈদগাহ এলাকার বর্তমান ভাড়াটিয়া জাকির হোসেন সুমন, শাহপরান থা’নাধীন উত্তর বালুচর আল ইসলাহ ১১০-এর আওলাদ আলীর ছে’লে মোহন আহম’দ, একই থা’নার খরাদিপাড়া আনন্দ ৮/এ এলাকার রফিকুল হাসান বাচ্চুর স্ত্রী’ সৈয়দা কবিরুন নেছা ও ৩১৮ রংমহল টাওয়ার (৩য় তলা) বন্দর বাজার সিলেট-এর ব্যবসায়ী আবুল হাসনাত, আব্দুল্লাহ সালমান, আবু তালহা তোফায়েল, ইকরামুল হক জাবের, এহসান উল্লাহ ও আব্দুল্লাহ মাহফুজ।
এজাহারে উল্লেখ, আ’সামি জাকির হোসেন সুমন ও মোহন আহম’দ ভু’য়া সাংবাদিক। অ’ভিযু’ক্তরা ‘সীমান্তের আহ্বান’ নামে একটি নিউজ পোর্টালের সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন অ’প’রাধমূলক, বেআইনি ও সমাজবেিরাধী কর্মকা’ণ্ড করে যাচ্ছে। জাকির হোসেন সুমন ও মোহনের প্ররোচণায় অ’ভিযু’ক্ত সৈয়দা কবিরুন নেছা ফেইসবুক লাইভের মাধ্যমে মা’মলার বাদী রায়হান হোসেনের বি’রুদ্ধে মিথ্যা ভিত্তিহীন ও চরম মানহানিকর বক্তব্য প্রচার করে।
এর পরিপ্রেক্ষিতে মো. রায়হান হোসেন সাইবার টাইব্যুনালে এ মা’মলা দায়ের করেছেন।