সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

৮ জুলাই থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ও পণ্য পরিবহন ধর্মঘটের ডাক

সিলেট জেলায় ৫ দফা দাবির প্রেক্ষিতে ৮ জুলাই মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য গণপরিবহন ও পণ্য পরিবহন খাতে কর্মবিরতির ঘোষণা দিয়েছে ‘সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস, কোচ-মাইক্রেবাস, ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান, সিএনজি, ইমা-লেগুনা ও পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক-শ্রমিক ঐক্য পরিষদ’।

রোববার (৬ জুলাই) সিলেটের বিভাগীয় কমিশনার, সিলেট রেঞ্জের ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতির কাছে স্মারকলিপি প্রদান করে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

স্মারকলিপিতে দাবি করা হয়, বিগত সরকারের সময় থেকে সিলেট অঞ্চলের গণপরিবহন, পণ্য পরিবহন এবং পাথর সংশ্লিষ্ট খাতে মালিক-শ্রমিকরা অবহেলিত ও বঞ্চনার শিকার হয়ে আসছে। বিশেষ করে ২০১৮ সালে সিলেটের পাথর কোয়ারিগুলো বন্ধ করে দেওয়ায় লক্ষাধিক শ্রমিক-কর্মচারী কর্মহীন হয়ে পড়েছে। এতে পুরো অঞ্চলে রোজগারহীন মানুষের দুর্বিষহ জীবনযাত্রা ও খাদ্য সংকট দেখা দিয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

স্মারকলিপিতে যেসব দাবি উত্থাপন করা হয়েছে তা হলো:

১. সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৩৬ ধারা অনুযায়ী ইকোনমিক লাইফ নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করতে হবে, যাতে বাস-মিনিবাসের ক্ষেত্রে ২০ বছর, ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যানের ক্ষেত্রে ২৫ বছর এবং সিএনজি-ইমা-লেগুনার ক্ষেত্রে ১৫ বছর সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
২. সিলেটের সকল পাথর কোয়ারির ইজারা স্থগিতাদেশ প্রত্যাহার ও সনাতন পদ্ধতিতে পাথর ও বালু উত্তোলনের অনুমতি দিতে হবে।
৩. বিআরটিএ কর্তৃক ফিটনেস সার্টিফিকেট দেওয়ার দায়িত্ব বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করতে হবে।
৪. পণ্য পরিবহনে আরোপিত বাড়তি কর ও ট্যাক্স প্রত্যাহার করতে হবে।
৫. পাথর ও বালুবাহী যানবাহনের চালকদের পুলিশি হয়রানি বন্ধ করতে হবে এবং বিচ্ছিন্ন করা বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন, মিল ভাঙচুরের ক্ষতিপূরণ ও জব্দকৃত পাথর-বালুর ক্ষতিপূরণ দিতে হবে।

স্মারকলিপিতে স্বাক্ষর করেন সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক শেখ এমরান হোসেন ঝুমু, সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মুহিম প্রমুখ।

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ট্রাক মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি নাজির আহমদ স্বপন, সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক, বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক আবেদ সুলতান চৌধুরী তারেক, ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আব্দুল জলিল, যুগ্ম আহ্বায়ক শওকত আলী বাবুল, মন্তাজ আলী, ও পরিষদের সমন্বয়ক শাব্বীর আহমদ ফয়েজ।

অংশীজনরা বলেন, সরকার দ্রুত এই দাবি মেনে না নিলে পরিবহন অচলাবস্থা আরও তীব্র হবে এবং জনদুর্ভোগ চরম আকার ধারণ করবে। তারা অবিলম্বে সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: