সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
রবিবার, ২২ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেটে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

২৭ মে মঙ্গলবার সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক জুলিয়া যেসমিন মিলি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুগে যুগে তরুণদের মাধ্যমেই বড় বড় পরিবর্তন এসেছে। সামাজিক সচেতনতা ও মূল্যবোধ বৃদ্ধিতেও তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। নিজেদের সীমাবদ্ধতার গণ্ডি পেরিয়ে দেশ ও জাতি গঠনে কাজ করার মানসিকতা থাকা প্রয়োজন। নিজের সম্মান বৃদ্ধির জন্য নিজেকেই কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট জেলা তথ্য অফিসের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন। তার উপস্থাপনায় বাংলাদেশের প্রেক্ষিতে তরুণদের অবস্থান, শ্রমবাজারে তরুণদের অবদান, তরুণদের উপর বিনিয়োগ, উদ্ভাবনী প্রচেষ্ঠায় তরুণদের অংশগ্রহণ, চতুর্থ শিল্পবিপ্লবের সুফল কিভাবে দেশের জন্য কাজে লাগানো যায়, তরুণদের সময়োপযোগী ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে কীভাবে আধুনিক ও ন্যয্য বাংলাদেশ গঠন করা যায় তা উঠে এসেছে। এছাড়া তিনি বলেন, ৫২, ৭১ এবং ২৪ এ তরুণদের অবদান সকলেই শ্রদ্ধার সাথে স্মরণ করবে। এখনি শ্রেষ্ঠ সময় তরুণদের মাঝে উদ্ভাবনী মনোভাব বিকাশে কাজ করার। সামাজিক নেতৃত্বে তরুণদের অংশগ্রহণ বাড়াতে পারলে বৈষম্যহীন সমাজ দ্রুত গঠন করা যাবে। এসময় তিনি তরুণদের জন্য পর্যায়ক্রমে সরকারের বিনিয়োগ বৃদ্ধির কথাও উল্লেখ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ বলেন, অসংখ্য তরুণ বিদেশ যাচ্ছে, কোন একটি বিষয়ে অভিজ্ঞতা নিয়ে বিশেষজ্ঞ হয়ে বিদেশ যেতে পারলে আয় ও সম্মান বাড়ে। অনুষ্ঠানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রায় ৩০০ জন প্রশিক্ষণার্থী ও বিদেশগামী তরুণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিলেট জেলা তথ্য অফিসের সহকারি পরিচালক রকিবুল হাসান।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: