সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
শুক্রবার, ১৩ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

শিক্ষার্থীদের মোবাইলে আসক্ত না হয়ে পড়ালেখায় মনোযোগ দিতে হবে– জেলা শিক্ষা অফিসার

সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বলেছেন, শিক্ষার্থীরা বর্তমানে মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। একটি মোবাইলই একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারে। তাই মোবাইলে আসক্ত না হয়ে পড়ালেখায় মনোযোগ দিতে হবে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীরা যাতে মোবাইলে আসক্ত না হয় সে দিকে লক্ষ্য রাখতে হবে। ছেলে-মেয়েদের ভবিষ্যৎ আপনাদেরকেই গড়ে দিতে হবে।

তিনি আরও বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে। শারীরিক চর্চা ও মানসিক বিকাশের মাধ্যমে আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারবো। বর্তমান তরুণ প্রজন্ম ও ছাত্র-ছাত্রীরাই বাংলাদেশের আগামী দিনের কান্ডারী। ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য-আমরা আশা করব খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটবে। তাহলে আমরা একটি সুশৃঙ্খল জাতি ও সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো।
তিনি শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রশংসা করে বলেন, এই কলেজের ছাত্র-ছাত্রীরা উচ্চ শিক্ষা অর্জন করে দেশ ও বিদেশে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি খেলাধুলার পাশাপাশি পড়ালেখার কথা উল্লেখ করে বলেন, শুধু খেলাধুলা মেতে থাকলে চলবে না, পড়ালেখায়ও মনোযোগী হতে হবে। তবেই একজন শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে।

বুধবার (২৮ মে) সকাল ১১টায় প্রতিষ্ঠানের হলরুমে শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানী এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আবু বকর রায়হান ও প্রভাষক নাসিমা আক্তার এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গভর্ণিং বডির সদস্য ড. নুরুল ইসলাম বাবুল, কাজী জালাল উদ্দীন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুলখালিক, সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মাশুক মিয়া। স্বাগত বক্তব্য রাখেন মুখলেছুর রহমান খান ও কলেজ শাখার ইনচার্জ রফিকুল ইসলাম মজুমদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক বালিকা শাখার ইনচার্জ জাকিয়া নূরী চৌধুরী, প্রাথমিক শখার ইনচার্জ জাহানারা বেগম আকতার, প্রভাষক ইয়াসমিন আরা প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাবেক শিক্ষক এখলাছুর রহমান, সিনিয়র শিক্ষক ও গভর্নিং বডির সদস্য মো. মুহিব আলী, জাফর ইকবাল মাহমুদ। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: