cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
সুনামগঞ্জ সংবাদদাতা ::
মাগুরায় শিশু কন্যা আছিয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সুনামগঞ্জের দিরাইয়ে ধর্ষণ চেষ্টার শিকার হয়েছেন এক কিশোরী। সম্ভ্রম রক্ষায় চলন্ত সিএনজি থেকে লাফিয়ে পড়ে আহত হন তিনি। এ ঘটনায় সিএনজি চালকসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার গছিয়া এলাকায় আত্মগোপনে থাকা অভিযুক্তদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, দিরাই উপজেলার রাজনগর ইউনিয়নের জকিনগর গ্রামের তারা খান’র পুত্র ইমন খান (সিএনজি চালক) এবং একই গ্রামের আব্দুর রউফ ওরফে রূপ মিয়া’র পুত্র মিটু মিয়া (যাত্রীবেশী সহযোগী)
ভিকটিমের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে ১৭ বছর বয়সী ওই কিশোরী দিরাই উপজেলা সদরের বাসস্টেশন থেকে সিএনজিতে ওঠেন। গাড়িতে চালকসহ তার পূর্বপরিচিত আরও দুইজন যাত্রী ছিলেন।
কিছু দূর যাওয়ার পর অভিযুক্তরা প্রথমে কিশোরীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়ার চেষ্টা করে। পরে উপজেলার রফিনগরের বাড়িমুখী রাস্তা এড়িয়ে সিএনজিটি সুনামগঞ্জ জেলা শহরের দিকে চালিয়ে নিতে থাকেন চালক। সম্ভ্রম রক্ষার শঙ্কায় কিশোরী শান্তিগঞ্জের গণিগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে জনসমাগম দেখে চলন্ত সিএনজি থেকে লাফিয়ে পড়ে আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পরিবারের সদস্যদের মাধ্যমে সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, “হাসপাতালে চিকিৎসাধীন কিশোরী ভিকটিমের সঙ্গে জেলা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা কথা বলেছেন। ঘটনায় জড়িত আরও একজনকে গ্রেফতারে অভিযান চলছে। মামলা দায়েরের প্রক্রিয়াও চলমান রয়েছে।”