cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
স্টাফ রিপোর্টার ::
সিলেটের কানাইঘাট উপজেলায় বিরল প্রজাতির ‘লাল গোরাল’ হরিণ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা এটিকে সাম্বার হরিণ মনে করলেও প্রাণিবিদরা নিশ্চিত করেছেন, এটি বিলুপ্তপ্রায় ‘লাল গোরাল’।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ভারতীয় সীমান্ত সংলগ্ন বড়গ্রাম এলাকায় পানি খেতে আসে এই প্রাণীটি। স্থানীয়রা দেখতে পেয়ে সেটিকে ধরতে তাড়া করে এবং প্রায় দুই কিলোমিটার ধাওয়া করে নেহালপুর আসামপাড়ায় আটকায়।
পরে প্রাণী সংরক্ষণ কর্মী ইউসুফ জামিলের সহায়তায় বন বিভাগকে খবর দেওয়া হয়। বিট কর্মকর্তা মো. আলী আক্তারুল হক চৌধুরীর নেতৃত্বে বন বিভাগের একটি দল এসে এটিকে লোভাছড়া বনের সুরক্ষিত এলাকায় অবমুক্ত করে।
বিট কর্মকর্তা আলী আক্তারুল হক চৌধুরী বলেন, স্থানীয়দের উপস্থিতিতে এটিকে লোভাছড়া ফরেস্ট এরিয়ায় অবমুক্ত করা হয়েছে, যেটি সুরক্ষিত এলাকা।
তিনি আরও জানান, এই প্রাণীর গঠন সাম্বার হরিণের মতো নয়, এটি বন হরিণের একটি বিলুপ্তপ্রায় প্রজাতি। এটি সাধারণত হরীতকী, বহেরা, আমলকী এবং টক জাতীয় খাবার খায়। সম্ভবত খাবারের সন্ধানে এটি লোকালয়ে এসেছিল।
প্রাণী সংরক্ষণ বিশেষজ্ঞদের মতে, ‘লাল গোরাল’ বিরল এবং সংরক্ষণযোগ্য একটি প্রজাতি। এটির মুক্ত পরিবেশে টিকে থাকার জন্য যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।