সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত

হবিগঞ্জ সংবাদদাতা ::

হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলার মধ্য দিয়ে যাওয়া ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের ১৩ কিলোমিটার অংশে রাত ১০টার পর দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

সম্প্রতি দেশের বিভিন্ন সড়কে চুরি-ডাকাতির ঘটনা বেড়ে গেছে। বিশেষ করে মাধবপুরের তেলিয়াপাড়া থেকে চুনারুঘাট পর্যন্ত এই সড়কটি পাহাড় ও চা বাগানবেষ্টিত হওয়ায় মোবাইল নেটওয়ার্ক দুর্বল। ফলে কেউ বিপদে পড়লে তাৎক্ষণিক সাহায্য পাওয়ার সুযোগ থাকে না। এই দুর্বলতাকে কাজে লাগিয়ে অপরাধীরা ডাকাতির ঘটনা ঘটাচ্ছে।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “জনসাধারণের নিরাপত্তার স্বার্থে রাত ১০টার পর এই সড়ক দিয়ে দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
নিরাপত্তা ও বিকল্প ব্যবস্থার বিষয়ে তিনি জানান, তেলিয়াপাড়া এলাকায় পুলিশের চেকপোস্ট থাকবে। স্থানীয় বাসিন্দাদের চলাচলে পুলিশ সহযোগিতা করবে এবং চুনারুঘাটগামী যানবাহনকে বর্তমান ঢাকা-সিলেট মহাসড়ক ব্যবহার করতে বলা হচ্ছে।

আইনশৃঙ্খলা কমিটির সভা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: