সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সুনামগঞ্জের দরিয়াইতে ‘শাহ আব্দুল করিম লোক উৎসব-২০২৫’ উদযাপিত

লোকসংগীতের মহারথী বাউল সম্রাট শাহ আব্দুল করিমকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করে শেষ হলো দুই দিনব্যাপী ‘শাহ আব্দুল করিম লোক উৎসব-২০২৫’। বাউল সম্রাটের ১০৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের দরিয়াইয়ে শাহ আব্দুল করিম পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে তৃতীয়বারের মতো সহযোগিতা করেছে দেশের শীর্ষ মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ।

২০০৬ সাল থেকে কালনী নদীর তীরে উজান ধল মাঠে এ উৎসব হয়ে আসছে। এবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, বিকাশ-এর চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.) ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উৎসবে দেশ-বিদেশের লোকসংগীত শিল্পী ও ভক্ত-অনুরাগীরা অংশ নেন। জনপ্রিয় গান ‘বন্ধে মায়া লাগাইছে’, ‘গাড়ি চলে না’, ‘বসন্ত বাতাসে সইগো’ সহ কালজয়ী গান গেয়ে বাউল সম্রাটের স্মৃতিকে জীবন্ত করে তোলেন শিল্পীরা।

উৎসব ঘিরে উজান ধল মাঠে বসেছিল বর্ণিল মেলা। মুড়ি-মুড়কি, মিষ্টি, খেলনা ও গৃহস্থালি পণ্যের দোকানে ভিড় জমিয়েছিলেন দর্শনার্থীরা।

উৎসবের সহযোগিতায় থাকতে পেরে গর্বিত বিকাশ। প্রতিষ্ঠানটির চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অব.) শেখ মো. মনিরুল ইসলাম বলেন, “বিকাশ সাধারণ মানুষের জন্য সহজ ও নিরাপদ আর্থিক সেবা নিশ্চিত করার পাশাপাশি দেশের আবহমান সংস্কৃতি চর্চায় ভূমিকা রাখতে চায়।”

শাহ আব্দুল করিম পরিষদের সভাপতি ও বাউল সম্রাটের পুত্র শাহ নুর জালাল উৎসব আয়োজনে সহযোগিতার জন্য বিকাশ ও গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: