cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
স্টাফ রিপোর্টার ::
সিলেট মহানগরে সোমবার (৩ ফেব্রুয়ারি) ১৫টি যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। নগরীর একটি কনভেনশন হলে আর্ন্তজাতিক চ্যারেটি সংস্থা আল খায়ের ফাউন্ডেশন এই গণবিয়ের আয়োজন করে। অনুষ্ঠানে পাত্র-পাত্রীদের পরিবার ও স্বজনরা উপস্থিত ছিলেন এবং তারা এই উদ্যোগের প্রশংসা করেছেন।
ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ জানান, দরিদ্র পরিবারের অর্থনৈতিক সংকট এবং যৌতুক প্রথার বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, “যৌতুক প্রথা আমাদের সমাজের একটি বড় সমস্যা। এই প্রথা দূর করতে এবং দরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়াতে আমরা এই উদ্যোগ নিয়েছি।”
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। তারা যৌতুকবিহীন এই বিবাহকে সমাজে ইতিবাচক একটি উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।
সংস্থাটি নবদম্পতিদের সংসার জীবন শুরুর জন্য সেলাই মেশিন, ভ্যানগাড়ি, রান্নার চুলা, কম্বল এবং ঘরের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম প্রদান করেছে। এছাড়া বর-কনে আনা-নেয়ার জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে গাড়িও দেওয়া হয়েছে, জানিয়েছেন ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর আবদুল বাছিত। তিনি আরও জানান, যৌতুকবিরোধী প্রচারণার অংশ হিসেবে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।