সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

রোটারি ক্লাব অব জালালাবাদ এর ভোকেশনাল এওয়ার্ড প্রদান

রোটারির কার্যক্রম সমাজের দৃষ্টান্ত হিসেবে কাজ করবে —প্রফেসর নাজমিন ইসলাম চৌধুরী

সিলেট সরকারি মহিলা কলেজ এর অধ্যক্ষ প্রফেসর নাজমিন ইসলাম চৌধুরী বলেছেন, রোটারিয়ানরা সুনামের সাথে সমাজের কল্যাণের জন্য মানবিক কার্যক্রম পরিচালনা করছেন। সমাজের ইতিবাচক পরিবর্তনে তাদের এ অবদান নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। রোটারি ক্লাব অব জালালাবাদ ভোকেশনাল এওয়ার্ড প্রদান এর মাধ্যমে কর্মক্ষেত্রে উচ্চ নৈতিক মানসম্পন্ন মানুষকে স্বীকৃতি দিয়ে সমাজের সাধারণ মানুষকে উৎসাহিত করছে তা সকলের জন্য দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।

তিনি গত ৩১শে জানুয়ারি শুক্রবার রোটারি হাসপাতালের সম্মেলন কক্ষে জালালাবাদ রোটারি ক্লাবের ভোকেশনাল এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি রোটারি ক্লাবের এইরকম উদ্যোগকে স্বাগত জানান। তিনি আশা প্রকাশ করেন আমরা সমাজের সচেতন নাগরিকরা নৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে সহ সহ জায়গায় দেশের স্বার্থে মানুষের স্বার্থে কাজ করলে তবেই দেশ এগিয়ে যাবে। তিনি শেক্সপিয়ার এর একটি কবিতার দুটি লাইন উদ্ধৃতি করে রোটারি কার্যক্রম এর প্রশংসা করেন।

উক্ত অনুষ্ঠানে চারজনকে ভোকেশনাল এস্কেলেন্স এওয়ার্ড প্রদান করা হয়। এওয়ার্ড প্রাপ্তরা হলেন এমসি কলেজের গনিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর তপতী চৌধুরী, বিশিষ্ট চিকিৎসক ডাঃ খলিলুর রহমান পাপ্পু, জালালাবাদ রোটারি হাসপাতালের টেকনোলজিস্ট ডিপার্টমেন্ট অব অর্থসিস কমল সিংহ , সংবাদপত্র পরিবেশক কর্মী মোঃ আব্দুল কুদ্দুস।

অনুষ্ঠানের প্রোগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান আব্দুল ওয়াদুদ তপাদার এর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিডিজি শহিদ আহমেদ চৌধুরী। এছাড়াও বক্তব্য প্রদান করেন পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান হানিফ মোহাম্মদ, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান নীরেশ চন্দ্র দাস, বোট অব থ্যাংকস দেন প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান সুব্রত চক্রবর্তী জুয়েল। অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে রোটারি ক্লাব অব জালালাবাদকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তারা এই এওয়ার্ড প্রাপ্তির ফলে উদ্বোদ্ধ হয়ে ভবিষ্যতে আরোও বেশি কর্মক্ষেত্রে নৈতিককতার চর্চা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে এওয়ার্ড প্রাপ্তদের নিকট ক্রেষ্ট, সার্টিফিকেট ও পুরষ্কার সামগ্রী তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে ক্লাবের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রোটারি ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট ও রোটারেক্ট ক্লাব অব সিলেট পাইওনিয়ার, এমসি কলেজ,মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ, জালালাবাদ, এবং সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্লাবের রোটারেক্ট নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: