সর্বশেষ আপডেট : ১৭ ঘন্টা আগে
বুধবার, ৬ নভেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২২ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

কুলাউড়া সরকারি কলেজের সর্বোচ্চ জিপিএ-৫ অর্জন

তারেক হাসান ::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এইচএসসি পরীক্ষার ফলাফলে সর্বোচ্চ জিপিএ-৫ অর্জন করেছে কুলাউড়া সরকারি কলেজ।
লংলা আধুনিক ডিগ্রি কলেজ উপজেলার মধ্যে সর্বোচ্চ শিক্ষার্থী উত্তীর্ণে ১ম স্থান অর্জন করেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো: শফিকুল ইসলাম।

তিনি জানান, এবার উপজেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী ২হাজার ৮শত ৬৯জনের মধ্যে ২হাজর ৪শত ৪জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে ১০টি প্রতিষ্ঠানের ১১১জন শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে। এবার পাশের হার ৮৩.৭৯ শতাংশ।
জানা গেছে, উপজেলা পর্যায়ে পরীক্ষার ফলাফলে কুলাউড়া সরকারি কলেজের ৩০জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে ১ম, লংলা আধুনিক ডিগ্রি কলেজের ২৯জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে ২য় এবং ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজের ১৬জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে ৩য় স্থান অর্জন করেছে।

কলেজওয়ারি ফলাফলে কুলাউড়া সরকারি কলেজ থেকে ৬৭১জনের মধ্যে ৩০জন জিপিএ-৫ সহ ৫১৩ জন, লংলা আধুনিক ডিগ্রি কলেজ থেকে ৬২৪ জনের মধ্যে ২৯জন জিপিএ-৫ সহ ৫৫০ জন, ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজ থেকে ৪৩৪ জনের মধ্যে ১৬ জন জিপিএ-৫ সহ ৩৫১ জন, এম এ গণী আদর্শ কলেজ থেকে ১৪৯ জনের মধ্যে ১২ জন জিপিএ-৫ সহ ১৩৬ জন, মহতোছিন আলী উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে ৮০ জনের মধ্যে ১২ জন জিপিএ-৫ সহ ৭৯ জন, ভাটেরা কলেজ থেকে ১৭৩ জনের মধ্যে ৬ জন জিপিএ-৫ সহ ১৫৯ জন, মনু মডেল কলেজ থেকে ৯৮ জনের মধ্যে ৩ জন জিপিএ-৫ সহ ৯০ জন, ভূকশিমইল স্কুল অ্যান্ড কলেজ থেকে ১২৫ জনের মধ্যে ১ জন জিপিএ-৫ সহ ৯৯ জন, আলী আমজদ স্কুল অ্যান্ড কলেজ থেকে ৯৯ জনের মধ্যে ১ জন জিপিএ-৫ সহ ৯০ জন, নয়াবাজার কেসি স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৯২ জনের মধ্যে ১ জন জিপিএ-৫ সহ ১৬২ জন, ছকাপন স্কুল অ্যান্ড কলেজ থেকে ৬৫ জনের মধ্যে ৪৯ জন, বরমচাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ১১০ জনের মধ্যে ৮৬ জন, রাউৎগাঁও স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৯ জনের মধ্যে ১৭ জন ও গজভাগ স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩০ জনের মধ্যে ২৩ জন পাশ করেছে।#

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: