সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
শুক্রবার, ১১ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

কুলাউড়ায় নিয়ম না মানায় অর্ধশত গাড়ির চাবি জব্দ

কুলাউড়া প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ায় ফুটপাত দখল করে যত্রতত্র গাড়ি পার্কিং ও যানজট নিরসনে বুধবার (৯ অক্টোবর) দুপুরে পৌর শহরে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। অভিযানকালে নিয়ম না মানার কারণে অর্ধশত গাড়ির চাবি জব্দ করা হয়।

জানা যায়, কুলাউড়া শহরে যানজট বেড়ে যাওয়ায় সম্প্রতি উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরের সকল সিএনজি স্টেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টদের নিয়ে যানজট নিরসনকল্পে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, কুলাউড়া থানার ওসি মো: গোলাম আপছারসহ সেনাবাহিনী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় শহরের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। তারপরও চালকরা নিয়ম না মানায় সভার সিদ্ধান্ত অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সেনাবাহিনী ও থানাপুলিশের একটি দল সহযোগিতা করে।

অভিযানের নেতৃত্বদানকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন জানান, নিয়ম না মানার কারণে অর্ধশত গাড়ির চাবি জব্দ করা হয়। ভবিষ্যতে নিয়ম অমান্য করবে না এমন শর্তে বিকেলে চাবিগুলো চালকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। কুলাউড়া শহরকে যানজটমুক্ত করতে এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: