সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

মোমিনখলায় জাল দলিলে কোটি টাকা মূল্যের জমি দখলচেষ্টার অভিযোগ

সিলেট নগরের মোমিনখলায় জাল দলিল তৈরি করে প্রায় ১০ কোটি টাকা মূল্যের জমি দখলের চেষ্টা করছেন ৩১ নম্বর ওয়ার্ডের মুরাদপুর গ্রামের বাসিন্দা ও যুক্তরাজ্যপ্রবাসী সেলিম আহমদ সিদ্দিক। এই নিয়ে আদালতে মামলা চললেও ৫ আগস্টের পর জমি ফের দখলে নিতে ভয়ভীতি প্রদর্শন করছেন তিনি।
সোমবার (৩০) সেপ্টেম্বর সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সিলেট সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের মোমিনখলা এলাকার মৃত আব্দুল মালিকের ছেলে এস এম মোর্শেদ আহমদ টিপু।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘সিটি করপোরেশনের নবগঠিত ৩১ নম্বর ওয়ার্ডের মুরাদপুর গ্রামের বাসিন্দা মরহুম আমিন আলীর পুত্র যুক্তরাজ্য প্রবাসী সেলিম আহমদ ছিদ্দিক জাল দলিল তৈরি করে আমাদের সম্পত্তি জোরপূর্বক দখল করতে অপতৎপরতা চালিয়ে আসছেন। তাদের জাল দলিল বাতিল এবং জায়গার ওপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা দায়ের করেছি। বর্তমানে মামলাটি বিচারাধীন।’

তিনি অভিযোগ করেন, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে সরকার পতনের পর তারা জায়গা দখলে নিতে আরও বেপরোয়া হয়ে ওঠেন। আদালতে মামলাটি বিচারাধীন থাকা স্বত্ত্বেও তিনি জায়গার ওপর বারবার সাইনবোর্ড লাগানো চেষ্টা এবং আমাদেরকে ভয়ভীতি ও হুমকি-ধমকি দিয়ে যাচ্ছেন। আদালত তাদেরকে নোটিস দিলেও এখন পর্যন্ত তারা জবাব দেননি।’

জমির জাল দলিল করে জায়গা দখলচেষ্টার বর্ণনা দিয়ে এস এম মোর্শেদ আহমদ টিপু বলেন, ‘সিলেট সদর উপজেলার মোমিনখলা মৌজার এস এ ৫৯৭, ৫৯৮ ও ৫৯৯ দাগের মোট ৫০ শতক ভূমির মালিক আমরা। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা। এই দাগের ২০ শতক আমার পিতার ক্রয়কৃত, ১৯ শতক পিতার বিনিময় দলিলের এবং ১১ শতক ভূমি আমার আম্মা ও চাচীর কাবিননামায় রেজিষ্ট্রি করে দেওয়া। বর্তমানে এই ভূমিতে আমরা মাছ চাষ করে আসছি।’

তিনি অভিযোগ করেন, গত ফেব্রুয়ারি থেকে সেলিম আহমদ ছিদ্দিক খরিদা সম্পত্তি উল্লেখ করে একটি জাল হেবা দলিল তৈরি করে জোরপূর্বক দখলের পাঁয়তারা করছেন। কিন্তু এই জাল দলিলে এসএ দাগ নম্বর উল্লেখ নেই। এমনকি বিএস দাগের এখনো গেজেট হয়নি এবং তারা এই জায়গার খাজনা কখনও পরিশোধ করেননি। এছাড়া তাদের নামে কোন নামজারি নেই। নামজারি ও খাজনা পরিশোধ ও এসএ দাগ ছাড়া কিভাবে দলিল রেজিস্ট্রি হয় তা আমার বোধগম্য নয়।

মোর্শেদ টিপু বলেন, ‘সম্পূর্ণ ভুয়া হেবা দলিল তৈরি করে তারা আমাদের সম্পত্তি দখল করতে চাইছেন। তাদের এমন অপতৎপরতা আঁচ করতে পেরে আমি এবং আমার ভাই-বোনেরা বাদী হয়ে গত ২৮ মে সিলেটের যুগ্ম জেলা জজ ২য় আদালতে জাল দলিল বাতিল ও স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেছি। আদালত মালাটি গ্রহণ করে গত ২৫ জুলাই বিবাদীদেরকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিস দেন। এর দুই মাস পেরিয়ে গেলেও তারা এখনো আদালতে কোন জবাব দেয়নি।’

নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা উল্লেখ করে টিপু বলেন, ‘আদালতে বিচারাধীন মামলা থাকা স্বত্বেও জাল দলিল সৃষ্টিকারীদের অপতৎপরতা ও হুমকি-ধমকির কারণে আমরা নিরাপত্তাহীনতায় ভোগছি। তিনি আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকিও দিচ্ছেন।’ এ অবস্থায় সেলিম আহমদ ছিদ্দিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন এস এম মোর্শেদ আহমদ টিপু। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: