সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

মাধবপুরে বসতঘর দখলের পায়তারা, মারধরের অভিযোগ

ডেইলি সিলেট ডেস্ক ::

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের জোয়াল ভাঙ্গা গ্রামে প্রতারণার আশ্রয়ে প্রবাসীর টাকা আত্মসাৎ ও বসতঘর দখল করার পায়তারা ও ভুক্তভোগীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, ভুক্তভোগী রোকেয়া খাতুন দীর্ঘদিন সৌদি আরব থেকে আত্নবিশ্বাসী হয়ে বসত ঘর তৈরির জন্য বাংলাদেশে অবস্থান রত তার মা রমিজা খাতুনের একাউন্টে টাকা প্রেরণ করেন।

কিন্তু রোকেয়া খাতুনের প্রেরণ কৃত টাকায় তার নিজের জমিতে ঘর তৈরি না করে অন্যত্রে ঘর তৈরি করে। দেশে ফিরে রোকেয়া বেগম দেখতে পায় তার প্রেরণ কৃত টাকায় নিজের জমিতে ঘর নেই। পরবর্তীতে রোকেয়া খাতুন তার টাকায় নির্মান করা ঘরে বসবাস শুরু করে।
এমতাবস্থায় রোকেয়া খাতুন এর ভাই ছোয়াব মিয়া তার সহযোগীদের নিয়ে রোকেয়া খাতুন কে বসতঘর থেকে বের করে দেওয়ার জন্য মারপিট করে। পরে চিকিৎসা জন্য মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন।

শুক্রবার ২৬ জুলাই ভুক্তভোগী রোকেয়া খাতুন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর ছোয়াব মিয়া গং আবারো রোকেয়া খাতুন এর উপর আক্রমণ করে।

জানতে চাইলে ভুক্তভোগী প্রতিবেদককে বলেন, জীবনের তাগিদে প্রবাসে থেকে পরিবারের হাতে প্রায় ৩৫/৪০ লাখ টাকা তুলে দিলাম শান্তিতে বসবাস করার জন্য। কিন্তু এই টাকাই আজ আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তিনি আরো বলেন আমি আইনের আশ্রয় নিয়েছি। তারপর ও জীবন নিয়ে আতংকে আছি। যে কোন সময় আমার প্রাণনাশের সম্ভাবনা রয়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিবাদী ছোয়াব মিয়ার মোবাইলে কয়েকবার কল করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।

জানতে চাইলে অভিযোগের তদন্ত কারী কর্মকর্তা এস আই মোফাজ্জল হোসেন বলেন, আমি স্পটে গিয়ে পরিদর্শন করে আসছি,পারিবারিক ঝামেলা। অধীকতর তদন্তে আশাকরি সত্য উদঘাটন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: