cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
ব্যাংকের চালান জালিয়াতি করে ভূয়া নকশা অনুমোদন দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সিলেট সিটি করপোরেশনের ড্রিলিং অ্যাসিস্টেন্ট জাহিদ আল ফাহিম। এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধরী। গত ৫ মার্চ গঠিত কমিটিকে দশ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এছাড়া ওই ঘটনায় জাহিদ আল ফাহিমসহ ৩ জনকে কর্মকান্ড থেকে বিরত রাখা হয়েছে। যদিও জাহিদ আল ফাহিম গত ১৫ জানুয়ারি থেকে পলাতক রয়েছেন। কিন্তু ফাহিম প্রধান প্রকৌশলীর অফিস সহকারি জুনেল আহমদের ভাগ্নে হওয়াতে তাকে রক্ষার চেষ্টার অভিযোগ ওঠেছে।
সিলেট সিটি করপোরেশন সিসিকের ড্রিলিং অ্যাসিস্টেন্ট জাহিদ আল ফাহিম। তার মামা জুনেল আহমদের সুবাদে প্রধান প্রকৌশলীকে ধরে নগর ভবনে কার্যসহকারী পদে অস্থায়ী ভিত্তিতে চাকরি নেন। জাহিদ আল ফাহিম ২০১৯ সালে এই পদে যোগদানের পর ড্রিলিং অ্যাসিস্টেন্ট হিসেবে পূর্ত শাখায় নগর ভবনে আসা সেবা গ্রহিতাদের ভবনের ফাইল অনুমোদন প্রক্রিয়ার সঙ্গে জড়িয়ে পড়েন। তার মামা জুনেল আহমদের সুবাদে অসংখ্য অগণিত ফাইল অনুমোদন করিয়ে নেন। যেগুলোর ব্যাংক চালান ও টিউবওয়েলের রশিদ জাল করে গ্রাহকদের ধোঁকা দেন। ইমারত নকশা অনুমোদন জালিয়াতির মাধ্যমে রাজস্বের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় তোলপাড় চলছে সিসিকে। অনেক ফাইল ডোবা, টিলা, পুকুর, সাইল রকম জমির শ্রেনীতে অনুমোদন দেওয়া হয়েছে। যেগুলো সিসিকের ইমরাত নির্মাণ বিধিমালা বহিঃর্ভূত বলে জানা গেছে।
এই অনিয়মে জড়িত থাকার পরও সিসিকের ড্রিলিং অ্যাসিস্টেন্ট জাহিদ আল ফাহিমকে তাৎক্ষণিক আইনের আওতায় না নিয়ে ছেড়ে দেওয়া হয়। আর তদন্ত কমিটি ফাহিমসহ ৩ জনকে দায়িত্ব থেকে সাময়িক বিরত রাখার চিঠি জারি করেছে। অথচ ফাহিম গত ১৫ জানুয়ারি থেকে পলাতক রয়েছেন।
অনুসন্ধানে ফাহিমের করা বেশ কিছু ইমারত নকশা অনুমোদনের প্রমান পাওয়া গেছে। এর বাইরেও আরো বেশ কিছু নকশা জাল জালিয়াতি করেছেন ফাহিম। এরমধ্যে ফাহিমকে দিয়ে সহকারি প্রোগ্রামার মনসাজ নাসিফ ইমারত নকশার ৩টি ফাইলের অনুমোদন করিয়েছেন। সহকারি প্রকৌশলী সামি ও এমএলএসএস রেজুয়ানুর করিয়েছে একটি করে।
এরমধ্যে ফাহিম কর্তৃক করা ইমরাত নকশা অনুমোদনগুলোর মধ্যে রয়েছে ২৩ নং ওয়ার্ডের খসরু মিয়া গংয়ের ৬ তলা বাড়ি, দাগ নং-৭, মৌজা সাদীপুর ২য় খন্ড খতিয়ান ৫৯০৫, জেএল নং-এসএ-৯৮, বিএস-৮৯, জমির শ্রেনী ডোবা। মো. আব্দুস শুকুর গং ওয়ার্ড ২৩, ৭ তলা, দাগ নং-৭, মৌজা সাদীপুর ২য় খন্ড, খতিয়ান ৫৯০০, জেএল এসএ-৯৮, বিএস-৮৯, জমির শ্রেনী ডোবা। মশিউর রহমান, ওয়ার্ড ২৫, ৫ তলা, মৌজা সাদীপুর ১য় খন্ড খতিয়ান ৪১৯৩, জেএল নং-এসএ-৯৩, জমির শ্রেনী টিলা।মো. মাহমুদুল ইসলাম ফরহাদ, অর্নব ৬৮, ৪তলা, দাগ নং-১৯০৭, মীরের ময়দান মৌজা, খতিয়ান ১৯২৮, জেএল নং-এসএ-৫৯, জমির শ্রেনী বাড়ি।নুশরাত জাহান বুশরা গং, ওয়ার্ড ২৩, ৪ তলা, দাগ নং এসএ-১১৫, বিএস-৬৬৩, মৌজা সাদীপুর ১য় খন্ড, খতিয়ান-এসএ-১০৬, বিএস-১৪৪১, নামজারি-৪৪৫৫, জেএল-এসএ-৯৩, বিএস-৬৫, জমির শ্রেনী বাড়ি। মো. মাসুদ হোসাইন চৌধুরী গং, ওয়ার্ড ৯, ৫ তলা, দাগ নং-৯৬০, মৌজা বাগবাড়ি, খতিয়ান ৫৬০৩, জেএল নং-৯০, জমির শ্রেনী-সাইল।ফয়জুন্নাহার, (রংধনু ২/এ) লাকড়িপাড়া, ওয়ার্ড ২০, ৩ তলা, দাগ নং-৪৮৫, খতিয়ান ৯৩৭, জেএল এসএ-৯৭, জমির শ্রেনী বাড়ি। ডা. মো. ইয়াসির আরাফাত, ওয়ার্ড ৯, ৫ তলা, দাগ এসএ-২৩৬৪, বিএস-১৪৮৬৮, মৌজা বাগবাড়ি, খতিয়ান এসএ ৮৩৫, বিএস-১৪৮৮০, এসএ-১০৯৪৭, জেএল এসএ-৯০, জমির শ্রেনী টিলা। এটি করিয়েছেন সহকারি প্রকৌশলী সামি।
চৌধুরী মো. আফজাল, (আর্কিটেক্ট নওরিন), ওয়ার্ড ১৮, ৫ তলা, দাগ -৯৩০৮, ৯৩০৯, ঝর্ণার পাড়, মৌজা ০৪ কুমারপাড়া, খতিয়ান ১৮৯০৮, জেএল এসএ-৯৮, জমির শ্রেনী টিলা। আসকিয়া বিনতে বাশার, দাগ-২২৩৬, মৌর্জা কুমারগাঁও, খতিয়ান ৯৯৮৩, জেএল-৮০, জমির শ্রেনী নাই।
পারমিশন মিটিং ফাইল নং ৯২, ওয়ার্ড ৩৭, ভবন কততলা উল্লেখ নেই। দাগ নং-২২৩৬, মৌজা কুমারগাঁও, খতিয়ান ৯৯৮৩, জেএল নং-৮০, জমির শ্রেনী উল্লেখ নেই। আবা রানী দেব, ওয়ার্ড ৯, ভবন কত তলা উল্লেখ নেই, দাগ-৯৬৯, মৌজা বাগবাড়ি, খতিয়ান এসএ ১০৫৬৫, জেএল-৯০, জমির শ্রেনী বাড়ি। আতিক হোসেন গং ওয়ার্ড ২৩ (দোয়েল-১৩ মাছিমপুর), ৬ তলা, দাগ-৬৮১, মৌজা সাদিপুর ২য় খন্ড, খতিয়ান ৫০১, ২৮১, জেএল এসএ-৯৮, জমির শ্রেনী নাই। এটি করিয়েছেন (এমএলএসএস রেজুয়ান)।
শাহ খালেদা আক্তার, ওয়ার্ড ৯, কততলা উল্লেখ নেই। দাগ-৯১২, মৌজা বাগবাড়ি, খতিয়ান-৫৯৬৮, জেএল -৯০, জমির শ্রেনী সাইল।মো. ফারুক আহমদ/ফারজানা মুর্শেদ চৌধুরী, বাসা ৩৭, শ্যামল-১ মেজটিলা ইসলামপুর, ৫ তলা, দাগ-৯৭৫, মৌজা সাদিপুর ১ম খন্ড, খতিয়ান-৪১৯০, জেএল এসএ-৯৩, জমির শ্রেনী টিলা। জায়েদা খাতুন, বাদাম বাগিচা -৬, ২ তলা, দাগ-৫০, মৌজা-আম্বরখানা, খতিয়ান-২৫৫৩, জেএল -৯২, জমির শ্রেনী সাইল। সামসুম নেছা গং, ওয়ার্ড-১৬, ৪ তলা, দাগ-৮৩১২, ৮৩১৬, বিএস-১৫৪১১, মৌজা-নয়াসড়ক, খতিয়ান-১৫৩৩৯, ডিপি-১০৯০৬, জেএল এসএ-৯১, বিএস-৬৯, জমির শ্রেনী বাড়ি। সহকারি প্রোগ্রামার মনসাজ এটি করিয়েছেন। মো. আব্দুল হান্নান, ওয়ার্ড-১১, ৫ তলা ভবন, দাগ-৯৭৪, মৌজা-উল্লেখ নেই, খতিয়ান-১৭২০, জেএল -৯১, জমির শ্রেনী বাড়ি। মো ইউছুফ আলী, বরইকান্দি, ভবন কত তলা উল্লেখ নেই। দাগ-১৮৪৯, মৌজা, দাগ খতিয়ান, জেএল উল্লেখ নেই, জমির শ্রেনী সাইল। মো ইউছুফ আলী, ওয়ার্ড ২১, শাপলাবাগ, ৫তলা ভবন, দাগ-১৮৪৯, মৌজা-সাদিপুর ২য় খন্ড, খতিয়ান-৫১০৬, জেএল-৯৮, জমির শ্রেনী সাইল।
আতাউর রহমান গং, ৬ তলা ভবন, ওয়ার্ড নেই, এসএ-০৭, বিএস-৫৯, মৌজা-সাদিপুর ২য় খন্ড, খতিয়ান এসএ-১৪২, বিএস, ডিপি-৩৪৩৮, নামজারি-৪১৭৯,৫৬৭৩, জেএল এসএ-৯৮, বিএস-৭৯, জমির শ্রেনী নেই। মো. সাফওয়ান চৌধুরী (আনন্দ নিকেতন স্কুল), ওয়ার্ড নেই, ৭ তলা ভবন, দা-১১৬, মৌজা-বাগবাড়ি, খতিয়ান-৭৪১৪, জেএল-৯০।
নাম বিহীন, ওয়ার্ড সাদিপুর, ৬তলা, দাগ নং-৪২৮/৪৩১, মৌজা সাদিপুর, খতিয়ান-৩১২৬, জেএল-৯৩, জমির শ্রেনী নেই। রেখা রানী দাস, ওয়ার্ড, ভবন কয়তলা উল্লেখ নেই। দাগ-৬৬৮,৬৬৭, মৌজা কুমারগাঁও, খতিয়ান-৭৩১৬, জেএল-৮০, জমির শ্রেনী নেই।
সুজিত চন্দ্র দাস গং, ওয়ার্ড-৯, ৪ তলা ভবন, দাগ এসএ-১০৬০, বিএস-১০৮৩৩, মৌজা-বাগবাড়ি, খতিয়ান-এসএ-৩৬, জেএল-এসএ-৯, বিএস-৬৮, নামজারি-১৫৯৩, শ্রেনীর ধরণ নেই।
নাম বিহীন, ওয়ার্ড ৯, ৫ তলা ভবন, গা-৯৬০, মৌজা-বাগবাড়ি, খতিয়ান-৫৬০৩, জেএল-৯০, জমির শ্রেনী নেই।
শামীম আহমদ, ওয়ার্ড ৪০, ভবন ৪ তলা, দাগ-৭৫, মৌজা-পালপুর পূর্ব, খতিয়ান-৩১৫, জেএল-১৫, জমির শ্রেনী নেই।
মো. মশিউর রহমান গং, শ্যামলী ইসলামপুর, ৫তলা, দাগ এসএ-৯৭৫, বিএস-৪৩০৯/৪৩৯৮, সাদিপুর ১ম খন্ড, খতিয়ান-এসএ-১৫৯, বিএস-ডিপি-১১৩৮, নামজারি-৪১৯৩, জেএল-এসএ৯৩, বিএস-৬৫, জমির শ্রেনী নেই।
মো. সাদ মিয়া গং, (রংধনু ৪৮/১, পূর্ব চৌখিদেখি) ওয়ার্ড ৬, কততলা উল্লেখ নেই, দাগ-১৭০, মৌজা-আস্বরখানা, খতিয়ান-৪২৯/৪, জেএল-৯২, জমির শ্রেনী নেই।
খসরু মিয়া গং, ওয়ার্ড ও ভবন উল্লেখ নেই। দাগ-এসএ-৭, বিএস-৫৯, সাদিপুর ২খন্ড, খতিয়ান-এসএ ১৪২, বিএস ডিপি-৩৪৩৮, নামজারি ১০৯০, ৪১৭৯, জেএল-এসএ-৯৮, বিএসএ-৭৯, জমির শ্রেনী নেই।
আলহাজ্ব আব্দুস সাত্তার মিয়াজী, ওয়ার্ড ২৩, ভবন নেই, দাগ-০৭, মৌজা-সাদিপুর ২য় খন্ড, খতিয়ান-৪০০১, জেএল-৯৮, জমির শ্রেনী নেই।
হাজি দেলোয়ার হোসেন ও হাজি মো. মকবুল হোসেন গং, ওয়ার্ড নেই, ভবন ৫ তলা, দাগ-এসএ-৬৮১, বিএস-১০২১, মৌজা-নেই, খতিয়ান-২৮৬৪, জেএল এসএ-৯৮, বিএস-৭৯, জমির শ্রেনী নেই।
মো. রফিকুল ইসলাম রতন, ওয়ার্ড ৩৭, ভবন ৪ তলা, দাগ-এসএ-১৬৭৪, বিএস-১১৬৪৬, মৌজা-কুমার গাঁও, খতিয়ান-এসএ-৪১০, বিএস ডিপি-২০২৩, নামজারি-৯৩৩১, জেএল-এসএ-৮০, বিএস-৭০, জমির শ্রেনী নেই।
কাজি আশরাফ আলী, ওয়ার্ড নেই, ভবন ৬ তলা, দাগ-এসএ-২৯৪, বিআরএস-৩৩৫৪, ব্রহ্মণশাসন, খতিয়ান-২২৪২, জেএল-এসএ-৭৭, বিআরএস-৭২, জমির শ্রেনী নেই।
গোলাম মো. মহি উদ্দিন, ওয়ার্ড নেই, ভবন ৫ তলা, দাগ-৭৫৩, মৌজা-কাজলশাহ, খতিয়ান-১৩৫৯৭, জেএল-এসএ-৫১, জমির শ্রেনী নেই।
মো. খালিদ সাইফুল্লাহ গং, ওয়ার্ড ২০, ভবন ৩ তলা, দাগ-এসএ-৩৪৩/৩৪৪, বিএস-১৪৭, মৌজা-রায়নগর, খতিয়ান-নেই, জেএল-৯৭, জমির শ্রেনী নেই।
অশেষ কর, ওয়ার্ড ২, ভবন ৩ তলা, দাগ-এসএ-৫০৩৫, বিএস-১৮৫৪১, দাড়িয়াপাড়া, বিএস-১২৯০০, নামজারি-১৫৮৩০, জেএল-এসএ-৯১, বিএস-৭৬, জমির শ্রেনী নেই।
শাহজাহান করির, ওয়ার্ড ৩৮, ভবন ৫ তলা, দাগ-৩২৬৯, মৌজা-কুমারগাও, খতিয়ান-৯৮০৮, জেএল-৮০, জমির শ্রেনী নেই।
আব্দুর রহমান, ওয়ার্ড ৩৯, ভবন ৩ তলা, দাগ-১১১৭, মৌজা-খুররমখলা, খতিয়ান-১২২২, জেএল-৮২, জমির শ্রেনী নেই।
জিবাল আহমদ, ওয়ার্ড নেই, ভবন ৫ তলা, দাগ-৩৪৫, মৌজা কুমারগাও, খতিয়ান-১০১৮০, জেএল-৮০, জমির শ্রেনী নেই।
মুঈনুল খালিক, ওয়ার্ড-৯, ভবন- নেই, দাগ এসএ-৭০৫, বিএস-৩৭১, মৌজা-বাগবাড়ি, খতিয়ানি এসএ-৮, বুজরাত-৪০০, জেএল-৯০, জমির শ্রেনী নেই।
মো. বজলুল রশিদ ও ইয়াসমিন জাহান রহমান গং, ওয়ার্ড নেই, ভবন উল্লেখ নেই, দাগ-এসএ-২৯৪, বিএস-৩৩৫০, মৌজা-ব্রাহ্মণ শাসন, খতিয়ান-এসএ-৮১/১৩৯, বিএস-৯৪০ (ছাপা), এস খতিয়ান-১২৭৪, জেএল-৭৭ জমির শ্রেনী নেই।
কাজি আশরাফ ওয়ার্ড ৮, ভবন নেই, দাগ-৩৩৫৪, মৌজা-ব্রাহ্মণ শামন, খতিয়ান-২২৪২, জেএল-৭২, জমির শ্রেনী নেই।
মো. দারা মিয়া, ওয়ার্ড ৯, ভবন ৩ তলা, দাগ-২৩৫৮, মৌজা-বাগবাড়ি, খতিয়ান-৫৪৬৩, ৫৪৩৫, জেএল-৯০, জমির শ্রেনী নেই।
আব্দুল হান্নান মুক্তা, ওয়ার্ড নেই, ভবন ৪ তলা, দাগ-৯৭৪, মৌজা-নেই, খতিয়ান-১৭০২০, জেএল-৯১, জমির শ্রেনী নেই।
মো. আব্দুল মোহাইমিন ও আব্দুল্লাহ আল মামুন গং, ওয়ার্ড ও ভবন নেই, দাগ এসএ ৩২০, আরএস-১৮১১ মৌজা-আখালিয়া, খতিয়ান এসএ-১৬, এরএস-২৭০/১৯০৭/৪২৯ জেএল-৮৮/৭১, জমির শ্রেনী নেই।
আবুল বশর, ওয়ার্ড ৯, ভবন নেই, দাগ-১৫৬২, মৌজা-বাগবাড়ি, খতিয়ান-৬২৪৮, জেএল-৯০, জমির শ্রেনী নেই।
শিবলু আহমদ ও বাবলু আহমদ গং, ওয়ার্ড ২১, ভবন ৩ তলা, দাগ এসএ ১৫১৩, বিএস-৫৭৩৮, মৌজা-সাদিপুর ২য় খন্ড, খতিয়ান-এসএ-৩২৯, জেএল এসএ-৯৮, জমির শ্রেনী নেই।
মো. কয়ছর রহিম, ওয়ার্ড- নেই, ভবন- ৩ তলা, দাগ-৫৫৬২, মৌজা-নেই, খতিয়ান-২৪৬৭৯, জেএল-৯১, জমির শ্রেনী নেই।
মো: তমিজুর রহমান গং ওয়ার্ড ১৯, ভবন ৫ তলা, দাগ-১১২৩৭ বর্তমান জরিপ ৩৪৬৪৯
১২৭১১, ১৭৯১০ বর্তমান খতিয়ান ৫৩৪২, জেএল-৯১ বর্তমান জেল নং-৭৬, জমির শ্রেনী নাই।
জিয়াউর রহমান , ওয়ার্ড ১৫, ৫ তলা, দাগ-১১৫৩২ ও বর্তমান খতিয়ান ৩৪৫০৫ ও ৩৩৪৫৬, ছন্দনীটুলা, খতিয়ান ১৮৩৬৬ বর্তমান খতিয়ান ৩৪৬৯৬, জেএল নং-৯১ বর্তমান জেল নং৭৬।
চৌধুরী মো: মাসুদ হোসেন, ওয়ার্ড ৯, ভবন ৫ তলা, দাগ নং-৯৬০, মৌজা-বাগবাড়ী, খতিয়ান-৫৬০৩, জেএল- ৯০।
নূরজাহান খান রুনা ওয়ার্ড ৯, ভবন ৪ তলা, দাগ-৮৯৮, মৌজা- বাগবাড়ী, খতিয়ান- ৮৩৯৩, জেএল-৯০।
সুশান্ত চক্রবর্তী ওয়ার্ড ২৭, ভবন ৩ তালা, দাগ -এসএ ২০৪০ বিএস ৮৫৭৪, মৌজা – গোটাঠিকর, খতিয়ান – এসএ ৪৬৪২ বিএস ১২৬৭, জেএল -৯০।শাহীন আহমদ ওয়ার্ড ২১, ভবন ৩ তালা, দাগ – ১৭৭০, মৌজা – সাদীপুর ২য় খন্ড, খতিয়ান – ৫৪৭১, জেএল -৯৮।ফয়েজ আহমদ চৌধুরী ওয়ার্ড ১৭, ভবন ৪তালা, দাগ – ৮৮২৯, মৌজা -নাই , খতিয়ান – ১৫৫৯২, জেএল -৯১।মো: আলকাছ উল্লাহ ওয়ার্ড ২৯, ভবন ৪তালা, দাগ -১৭৩২/২০৮৬, মৌজা -সাদীপুর ২য় খন্ড , খতিয়ান – ২০১৬, জেএল -৯৮।মো: নূরুল আমিন ওয়ার্ড ৩৭, ভবন ৩তালা, দাগ ২২৫৯/২২৬১, মৌজা -কুমারগাঁও , খতিয়ান – ৭০৬৩, জেএল -৮০।
নাবা দুলাল তালুকদার ও চাদ মোহন সরকার গং ওয়ার্ড ৯, ভবন ১তালা, দাগ -১০০০, ১০০৬ মৌজা -বাগবাড়ি , খতিয়ান – ৫৯৪৮ জেএল -৭৫।
এম.এ হালিম খসরু ও সামছুনাহার ওয়ার্ড নাই, ভবন ৫তালা, দাগ -৩৫, মৌজা -নাভ , খতিয়ান ছাপা ২০৭৮ নামজারি ১৯৯৯ বুজরাত ১৩১ ডিপি ১৭৪৭- , জেএল -৯১।মো: সুয়েব উদ্দিন ওয়ার্ড নাই, ভবন ২তালা, দাগ -৩৪৫, মৌজা -আম্বরখানা , খতিয়ান – ৩৫৪৫, জেএল -৯২।
নূর মোহাম্মদ, ওয়ার্ড ১৭, ভবন ৪তালা, দাগ -৯১৭৪, মৌজা -কাজীটুলা , খতিয়ান – ১৭৪৬১ ১৫৫৩৮, জেএল -৯১। এটি করিয়েছেন সহকারি প্রোগ্রামার মনসাজ নাসিফ।
শাহীন আহমদ ওয়ার্ড নাই, ভবন তালা নাই , দাগ – এসএ ১৭৭০ বিএস ৭৭৩৪, ৭৭৩৬, মৌজা -সাদীপুর ২য় খন্ড , খতিয়ান – এসএ ১৫৭ বিএস ৭৭৩১ নামজারি ১৬৮৭ ১৬৯৪, জেএল -এসএ ৯৮ বিএস ৭৯
আতাউর রহমান ও হামিদা বেগম ওয়ার্ড নাই, ভবন ৬ তালা, দাগ -এসএ ৭ বিএস ৫৯, মৌজা -সাদীপুর ২য় খন্ড , খতিয়ান – এসএ ১৪২ বিএস, ডিপি ৩৪৩৮ নামজারি ৫৬৭৩, জেএল -এসএ ৯৮ বিএস ৭৯।
পিনাক কান্তি দত্ত, ওয়ার্ড ৩, এসএ ৫৪১ বিএস ২৬৩, মৌজা-বহড় দাস পাড়া, দাগ নামজারি ১০১১২ বিএস, ডিপি ২৭১০, এসএ ৭০ বিএস ৬১। অমলেন্দু চৌধুরী ওয়ার্ড ১১, ভবন 8 তলা, দাগ-১২৮৫, খতিয়ান ৩০৭১, জেএল ৯১।
মিনহাজ মাহফুজ মেহেদি গং, ওয়ার্ড ৮, ভবন উল্লেখ নেই, দাগ-২৯৮/৩৩৫০, মৌজা-ব্রাহ্মণ শাসন, খতিয়ান ৮১/১৩৯, এসএ ৭৭ বিএস ৭২।
ফয়ছল আহমদ গং ওয়াং ৩৬, ভবন ৬ তলা, দাগ-১৭১১, মৌজা-দেবপুর, খতিয়ান-৮৫৮৪, জেএল-৯৬।
কাজী আশরাফ আলী ৮ নং ওয়ার্ড, ভবন ৬ তলা, দাগ এসএ ২৯৪, বিএস ৩৩৫৪ মৌজা ব্রাহ্মণ শাসন, খতিয়ান ২২৪২, এসএ ৭৭, জে এল- বিএস ৭২।
শাহ খালেদা আক্তার ৯নং ওয়ার্ড, ১ তলা ভবন, দাগ-এসএ ৯১২, বিএস ২১৭১, মৌজা বাগবাড়ী, খতিয়ান-৫৯৬৮, জেএল-এসএ-৯০ বিএস ৬৮।
সাদ মিয়া গং ৫ তলা, দাগ-এসএ ১৭০ বিএস ১১২৩, মৌজা-আম্বরখানা, খতিয়ান-এসএ ৪২৯ বিএস ১৭৫৪, নামজারি ৪২৯/৪, জেএল-৯২।আব্দুস সাত্তার মিয়াজি (ব্রীজ), সাদীপুর ২য় খন্ড, খতিয়ান-৪০০১, জেএল-৯৮।
লিলি রানী রায় একতলা ভবন, দাগ নং-১২৮, মৌজা- ব্রাহ্মণ শাসন, খতিয়ান-১৭৭৮, জেএল-৭৭। নাসরু চৌধুরীর ৫ তলা ভবন, দাগ নং- ১০৬৫৪, ঝেরঝেড়ি পাড়া, খতিয়ান ১০৫৯৩, জেএল-৯১। রুবেল চন্দ্র দেবনাথ গং এর ৫ তলা ভবন, দাগ ৩৬৭৪, খতিয়ান, ১৫৯৬৬, জেএল-৯১। ইউসুফ আলী গং 8তলা ভবন, দাগ: এসএ ৩৬৯ বিএস ২৭৪, সাদীপুর ১ম খন্ড, খতিয়ান এসএ ১২৪ নতুন ৪৩২৪, জেএল-৯৩/৬৫।
আতাউর রহমান গং ওয়ার্ড ২৩, ভবন ৬ তলা, দাগ-৭, মৌজা-সাদীপুর ২য় খন্ড, খতিয়ান ১৪২, জেএল-৯৮। মো: আশরাফ আলী ওয়ার্ড ৩০, ভবন ৩ তলা, দাগ-২১২২, গোদরাইল, খতিয়ান: ৩০৭১, জেএল-১২৬। হারুনুর রশিদ ওয়ার্ড ১৭, ২ তলা ভান, দাগ-এসএ ৯২১২ বিএস ৭৯৩০, মিউনিসিপালিটি, খতিয়ান-৪১৩১, জেএল: এসএ ৯১ বিএস ৭৬। মো. আনা মিয়া গং বর্ধিত শাহপুর, ভবন ৩ তলা, দাগ ১০৮৩, মৌজা-কুমার গাও, খতিয়ান-১২০৬, জেএল: ৮০। কাজী আশরাফ আলীর ৬ তলা ভবন, দাগ-এসএ ২৯৪, বিআরএস ৩৩৫৪, খতিয়ান ২২৪২, মৌজা-ব্রাহ্মণ শাসন, জেএল-এসএ ৭৭ বিআরএস ৭২।
মোছা আছিয়া জাহান ওয়ার্ড ১৭, ভবন ২ তলা, দাগ ৯০৯০, খতিয়ান ১৪১৪৯, জেএল-৯১। এটি ফাহিমকে দিয়ে করিয়েছেন সিসিকের সহকারি প্রোগ্রামার মনসাজ নাসিফ।
ইউসুফ আলী ৩৬ নং ওয়ার্ড, 8 তলা, দাগ ৩৬৯/২৭৪৩, মৌজা-সাদীপুর ১ম খন্ড, খতিয়ান-১২৪/৪০৩২৪, জেএল ৯৩।
মোবারক ওয়ার্ড ২১, ভবন ৫ তলা, দাগ ৮২৮, মৌজা: রায় নগর, খতিয়ান ৩৬০০, জেএল ৯৭। আশিকুর রহমান আশিক, ওয়ার্ড ২৫, ভবন ৫ তলা, দাগ ৪৩৯১, মৌজা বরইকান্দি, খতিয়ান-১৪৪৪, জেএল-৬,
ফয়সল আহমেদ গং ওয়ার্ড ৩২, ভবন ছয় তলা, দাগ-১৭১১, মৌজা, দেবপুর, খতিয়ান-৮৫৮, জেএল-৯৬।
ফাইজ আহমেদ চৌধুরী ভবন ৫ তলা, দাগ-এসএ ৮৮২৯ বিএস ৬৫৬০, মৌজা-১২৬/এ কাজী জালাল উদ্দিন রোড, লোহারপাড়া, খতিয়ান-এসএ ডিপি ১৪৩/৩৬৪, জেএল ৯১/৬৯। সাইদা চৌধুরী ওয়ার্ড ৯, ভবন ৫ তলা, দাগ দাগ-৩৯.৭১, মৌজা: বাগবাড়ী (নির্জর ৩০/১, লাভলী রোড, খতিয়ান: ১০৬৫৪, জেএল-৯০।
তমিজুর রহমান গং, খারপাড়া, মীরাবাজার, দাগ-৩৪৬৪৯, খতিয়ান-৫৩৪২, জেএল-৭৬,
মো: আশরাফ আলী ওয়ার্ড ও ভবন নেই। দাগ-৩৭২১, মৌজা-শুধরাইল, খতিয়ান-২৫৭১, জেএল-১০, জমির ধরণ পুকুর।
মো: মাহবুবুর রহমান ৯নং ওয়ার্ডে, ভবন নেই, দাগ-এসএ ৭০৫ বিএস ৪২৭, খতিয়ান- এসএ ৮, বিএস ৫৮৩৩, ৩৬১২ (ডিপি), জেএল- এসএ ৯০, বিএস ৭৫।
হাজী সাজ্জাদ আলী ও হাজী মাহমুদ আলী গং ওয়ার্ড ১৫, ভবন ৬ তলা, দাগ নং-৩২০৩৪, ৩২০৪২, খতিয়ান ৩২০৮৭, জেএল-৬৯।
জিয়াউর রহমান, ওয়ার্ড উল্লেখ নেই, ভবন ৫ তলা, দাগ-৩৪৫০৫,৩৪৫০৬, খতিয়ান ৩৪৬৯৬, জেএল-৭৬।
আসাদুজ্জামান (শামীম) ও ফখরুজ্জামান শাহীন গং ৩ তলা ভবন, দাগ-৪00, মৌজা-বাগবাড়ী, খতিয়ান-৯৭০, জেএল-এসএ ৯০।
আব্দুল জব্বার ওয়ার্ড উল্লেখ নেই, ভবন ৪ তলা, দাগ-এসএ ১২২০ বিএস ১৯২০০, মৌজা-নাসিরাবাদ ১২/এ বিলপাড়, খতিয়ান:এসএ ৩০৫৪ বিএস ১৯১২৪ ডিপি ৬১১৮, জেএল: এসএ ৯১ বিএস ৭৬।
নূর মোহাম্মদ ওয়ার্ড উল্লেখ নেই, ভবন ৪ তলা, দাগ-৯১৭৪, মৌজা-উত্তর কাজীটুলা, খতিয়ান-১৭৪৬১, ১৫৫৩৮, জেএল নং-৯১। এই নকশাটিও ফাহিমকে দিয়ে করিয়েছেন সহকারি প্রোগ্রামার মনসাজ নাসিফ। এছাড়াও আরো অনেক নথি রয়েছে যেগুলো জাহিদ আল ফাহিমের হেফাজতে ছিল।