সর্বশেষ আপডেট : ২২ মিনিট ১৯ সেকেন্ড আগে
রবিবার, ১৬ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সুনামগঞ্জে সাংবাদিকের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেফতার

সুনামগঞ্জ সংবাদদাতা ::

সুনামগঞ্জে সাংবাদিকের ওপর হামলা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৫ মে) বিকেলে আসামিকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান।

গ্রেফতার জিল্লুর রহমান সজিব সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক। মামলায় তিনি ছাড়াও অজ্ঞাতনামা আরও ৫-৭ জনকে আসামি করা হয়েছে।

এর আগে আক্রান্ত সাংবাদিক যমুনা টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আমিনুল ইসলামের পক্ষে শাওন রায় শুক্রবার দুপুরে সুনামগঞ্জ সদর থানায় মামলা করেন।

মামলার এজাহার ও আক্রান্ত সাংবাদিক আমিনুল ইসলাম জানান, গত ২৮ এপ্রিল গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে দুর্নীতি ও অনিয়ম নিয়ে সংবাদ প্রচার করেন তিনি। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে। গত ৪ এপ্রিল সরেজমিনে তদন্তকালে ঘটনাস্থলে গিয়ে আমিনুল ইসলামকে সহযোগিতার আহ্বান জানায় কমিটি।

প্রশাসনের আহ্বানে আমিনুল ঘটনাস্থলে গেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অনেকের সামনেই তাকে দেখে নেওয়ার হুমকি দেন সংক্ষুব্ধরা।

ফেরার পথে সদর উপজেলা পরিষদের সামনে যুবলীগের জিল্লুর রহমান সজিবসহ কয়েকজন আমিনুলকে মারধর করেন।

সহকর্মী ও স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসা নিতে গেলে ফের হামলার হুমকির কারণে আমিনুল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যান বলে মামলায় উল্লেখ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: