সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
বুধবার, ১২ নভেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

কুলাউড়ায় টানা ৪০দিন নামাজ পড়ায় সাইকেল পেলো ৭কিশোর

কুলাউড়া প্রতিনিধি :

মৌলভীবাজারের কুলাউড়ায় টানা ৪০দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ৭কিশোরকে বাইসাইকেলসহ ৫৫জনকে পুরস্কৃত করা হয়েছে। শুক্রবার (২৪অক্টোবর) বিকেলে উপজেলার কাদিপুর ইউনিয়নের আমতৈল গ্রামে মাজার মসজিদ প্রাঙ্গণে নামাজের আলোয় আলোকিত হোক প্রতিটি শিশু এ লক্ষ্যে হযরত শাহ্ সর্দার মুহাম্মদ (রহ:) মাহফিল বাস্তবায়ন পরিচালনা কমিটি ব্যতিক্রমী এ কর্মসূচির আয়োজন করে ।

নিয়মিত নামাজ আদায়কারী ৫৫কিশোরের মধ্যে ৭জনকে বাইসাইকেল এবং বাকিদের বিভিন্ন উপহারসামগ্রী দেওয়া হয়। এ সময় শিশু-কিশোরদের মুঠোফোন আসক্তি কমিয়ে নামাজে আগ্রহী ও মসজিদমুখী করতে এ কর্মসূচি নেওয়া হয় বলে জানান আয়োজকরা।

আমতৈল হযরত শাহ সর্দার (রহঃ) মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি মো. সাহেদুর রহমান কিরনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহজাহান আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আহসান উদ্দিন।

‎‎​অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া দারুসসুন্নাহ মডেল দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল খন্দকার অজিউর রহমান আসাদ, বাংলাদেশ সংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা শাখার সাবেক সভাপতি এম. মুক্তাদির হোসেন, বর্তমান সভাপতি মো. নাজমুল ইসলাম, আমতৈল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফরিদ উদ্দিন, মসজিদের সাধারন সম্পাদক মোঃ রওফুর রাজা, সাংবাদিক মহি উদ্দিন রিপন, সৈয়দ মিছবাহ, আশিকুল ইসলাম বাবু প্রমুখ।

আয়োজক কমিটির উপদেষ্টা সাংবাদিক নাজমুল ইসলাম জানান, গত ৪০দিন পূর্বে জামাতে নামাজ আদায়ের কর্মসূচি নেওয়া হয়। কর্মসূচিতে ৬০জন কিশোর অংশ নেয়। এর মধ্যে নিয়মিত জামাতে নামাজ আদায়ে ব্যর্থ হয়ে ৫জন বাদ পড়েন। বাকি প্রত্যেকেই টানা ৪০দিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করতে সক্ষম হয়েছে। তাদের মধ্যে লটারির মাধ্যমে প্রথম ৭জনকে বাইসাইকেল পুরস্কার দেওয়া হয়।

বাইসাইকেল পুরস্কার পাওয়া কিশোর মাহদি ইসলাম শাফি, নাজমুস সিয়াম ও জাবির খান বলেন, টানা ৪০দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় এখন অভ্যস্ত হয়ে গেছি। শুধু পুরস্কার পাওয়ার আশায় নয়, মুসলমান হিসেবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। জীবনের বাকি সময় যেন জামাতে নামাজ পড়তে পারি, সে জন্য সবার কাছে দোয়া চাই।

‎‎​বক্তারা বলেন শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে এ ধরনের আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।শিশুকাল থেকেই নামাজের প্রতি এই ভালোবাসা তাদের আগামীর পথচলাকে সুন্দর ও আলোকিত করবে।

‎‎​আলোচনা সভা শেষে, প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী সকল কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। ‎এছাড়া মাত্র ১৮মাসে পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করায় ৯ বছরের শিশু রেদওয়ান আহমেদ মারিয়ানকে বিশেষ পুরস্কারে সম্মানিত করা হয়। #

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: