সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
শুক্রবার, ১১ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০২৫

প্রবাস ডেস্ক ::

যুক্তরাজ্যে বসবাসরত বাংলা ভাষাভাষী পাঠক, সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমীদের অন্যতম আকাঙ্ক্ষিত আয়োজনে পরিণত হওয়া ‘বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০২৫’ আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস অ্যান্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাজ্য আয়োজিত এ উৎসবটি এবার ত্রয়োদশবারের মতো অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানিয়েছেন, রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে রাত ১০টা এবং সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত বইমেলা ও উৎসব সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

প্রতিবারের মতো এবারও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে লেখক, কবি, পাঠক, প্রকাশক এবং শিল্পীরা অংশগ্রহণ করবেন। থাকবে নতুন বইয়ের মোড়ক উন্মোচন, সেমিনার, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশনা। অনুষ্ঠানে যুক্তরাজ্যপ্রবাসী খ্যাতিমান শিল্পীদের পাশাপাশি আমন্ত্রিত অতিথি শিল্পীরাও পরিবেশনা উপস্থাপন করবেন।

আয়োজকদের পক্ষ থেকে জেনারেল সেক্রেটারি উদয় শংকর দুর্জয় জানান, বাংলা, বাঙালি ও বাংলা ভাষার অন্যতম প্রাণকেন্দ্র লন্ডনে আয়োজিত এ সাহিত্য ও সাংস্কৃতিক মিলনমেলা সফল করতে দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা কাম্য। একই সঙ্গে তিনি সবাইকে উৎসবে সপরিবারে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: