সর্বশেষ আপডেট : ৩৮ মিনিট ১১ সেকেন্ড আগে
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেটে করোনায় একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ::

সিলেটের বিয়ানীবাজার উপজেলার এক বাসিন্দা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত ব্যক্তির বয়স ছিল প্রায় ৬৯ বছর। তিনি শহিদ শামসুদ্দিন আহমদ বিশেষায়িত হাসপাতালের আইসিইউতে তিনদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন। তবে রিপোর্ট পেতে বিলম্ব হওয়ায় মৃত্যুর বিষয়টি শনিবার (২৮ জুন) নিশ্চিত করেছেন সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান।

স্বাস্থ্য পরিচালকের মতে, ওই ব্যক্তি পূর্ব থেকেই শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন, যা করোনা আক্রান্ত হওয়ার পর আরও জটিল হয়ে ওঠে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ২২ জনের নমুনা পরীক্ষায় নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হননি। ফলে বর্তমানে বিভাগজুড়ে শনাক্ত মোট রোগীর সংখ্যা ২০ জন।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৮ জন। এর মধ্যে শহিদ শামসুদ্দিন হাসপাতালে ৩ জন, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, রাগীব-রাবেয়া হাসপাতালে ১ জন, আল হারামাইন হাসপাতালে ১ জন এবং ইবনে সিনা হাসপাতালে ২ জন চিকিৎসাধীন রয়েছেন।

অপরদিকে, ১২ জন রোগী নিজ বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। চলতি বছরে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ২৯৮ জনের করোনা টেস্ট করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ বলছে, এখনই আত্মতুষ্টির সুযোগ নেই। সবাইকে সতর্ক থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: