সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

টাঙ্গুয়ার হাওরে হাউসবোট চলাচলে নিষেধাজ্ঞা, পরিবেশ রক্ষায় প্রশাসনের কড়াকড়ি

ডেইলি সিলেট ডেস্ক ::

টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হাওরের ওয়াচ-টাওয়ার ও এর আশপাশে পর্যটকবাহী হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রোববার (২২ জুন) রাতে জেলা প্রশাসন এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, পরিবেশগত ভারসাম্য ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, হাওরের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় ক্ষতিকর যেকোনো কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

নির্দেশনা জারি করেছেন জেলা প্রশাসক (রুটিন দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ রেজাউল করিম। পাশাপাশি জেলার অন্যান্য পর্যটন এলাকায় ভ্রমণের সময়ও জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে মানার আহ্বান জানানো হয়েছে।

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পরিবেশবিদ ও স্থানীয় সচেতন মহল। তাদের মতে, বর্ষা মৌসুমে টাঙ্গুয়ার হাওরে জলজ প্রাণী ও পাখির প্রজননকাল থাকে। এ সময় অতিরিক্ত নৌযান চলাচল পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলে। তাই প্রশাসনের এই পদক্ষেপকে সময়োপযোগী ও প্রয়োজনীয় বলে মনে করছেন তারা।

পরিবেশ ও হাওর উন্নয়ন সংগঠনের সভাপতি কাশমির রেজা বলেন, “টাঙ্গুয়ার হাওর একটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা। এখানে পর্যটন অবশ্যই নিয়ন্ত্রণে আনতে হবে। গত ২০ বছরে হাওরের ৭০ শতাংশ জীববৈচিত্র্য হারিয়ে গেছে। যদিও এ নিয়ে সুনির্দিষ্ট গবেষণা নেই। আমরা চাই, সরকার এই বিষয়ে গবেষণা করুক এবং টাঙ্গুয়ার হাওরের সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণ করুক।”

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: