সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সুনামগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ আহত ১০

সুনামগঞ্জ সংবাদদাতা ::

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সেজাউল ইসলাম কালা মিয়া (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত সেজাউল ইসলাম ওই গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে। সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইউপি সদস্য কামরুল ইসলাম ও আব্দুল মতিনের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরে দুপুরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ধারালো অস্ত্রের আঘাতে সেজাউল ইসলাম গুরুতর আহত হন এবং আরও অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে তিনজনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর পুলিশ মোছা আলী, ইমার হোসেন, নূর আলম ও শাখাওয়াত হোসেন তবারক নামে চারজনকে আটক করেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জামালগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. জয়নাল হোসেন বলেন, “পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনায় জড়িত থাকার সন্দেহে চারজনকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: