সর্বশেষ আপডেট : ৩ মিনিট ২৩ সেকেন্ড আগে
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

১৯ জুন শিল্পকলায় মঞ্চায়ন হবে নাটক ‘দেয়াল জানে সব’

ডেইলি সিলেট ডেস্ক ::

‘মনসুন রেভ্যুলেশনের স্পিরিটকে উপজীব্য করে নির্মিত নাটক ‘দেয়াল জানে সব’ আগামীকাল ১৯ জুন ২০২৫ সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হবে। নাটকটির আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, পৃষ্ঠপোষকতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। একই ভেন্যুতে ২০ জুন দ্বিতীয় প্রদর্শনী হবে। নাটকটি পরিবেশন করবে নাট্যদল স্পন্দন থিয়েটার সার্কেল।

নাটকের কেন্দ্রীয় প্রতীক এক নীরব চরিত্র ‘দেয়াল’, যার চোখে দেখা হয় সমাজের অসংখ্য যন্ত্রণাদগ্ধ দৃশ্য। রহিমুদ্দিন নামের এক রিকশাচালকের মৃত্যু, বিশ্ববিদ্যালয় ছাত্র রুদ্রর প্রাণহীনতা, গার্মেন্টসকর্মী আসমার স্বপ্নভঙ্গ, শিশু রাফির নির্মম বিদায় কিংবা হাসপাতালের করুণ বাস্তবতা—সবই প্রতীকী কফিনের মাধ্যমে মঞ্চে তুলে ধরা হয়েছে।

নাট্যকার ও নির্দেশক শাকিল আহমেদ সনেট বলেন, ‘এই নাটকটি আমার কাছে কেবল পাঁচটি মৃত্যু, পাঁচটি কফিনের গল্প নয়; এটি একটি ক্ষয়ে যাওয়া সমাজের, ভাঙা স্বপ্নের, জর্জরিত বিশ্বাসের, তবু না হারা আশার প্রতিচ্ছবি। এ নাটকে আমি চেয়েছি এক অদৃশ্য কালরেখা টেনে দিতে, যেখানে বাস্তবতা ও বিমূর্ততা একাকার হয়ে যায়।’

নাটকটিতে অভিনয় করেছেন জিতাদিত্য বড়ুয়া, জয়ন্ত ত্রিপুরা, আকাশ মিয়া, নুসরাত জাহান, কৃষ্ণ চন্দ্র বর্মণ, নারিন আফরোজ লিনসা প্রমুখ। মঞ্চসজ্জা করেছেন উৎপল নীল, সুর ও সংগীতে আছেন অর্পা খন্দকার চাঁদনী, পোশাক পরিকল্পনায় শাকিল আহমেদ সনেট ও উৎপল নীল, কোরিওগ্রাফিতে কৃষ্ণ ও জয়ন্ত এবং আলোক পরিকল্পনায় অম্লান বিশ্বাস।

নাটকটিতে বাস্তব অভিজ্ঞতাভিত্তিক সংলাপ, জীবনঘনিষ্ঠ দৃশ্য নির্মাণ, আধুনিক আলোক পরিকল্পনা ও বিমূর্ত কোরিওগ্রাফির সংমিশ্রণ দেখা যাবে। হারমোনিয়াম, বাঁশি ও হুইসেলের বিমূর্ত আবহসংগীত কফিন ও দেয়ালের নৈঃশব্দ্যকে এক অন্তর্জাগতিক শূন্যতায় রূপ দেয়।

উল্লেখ্য, নাট্য প্রদর্শনীটি দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: