cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
খলিলুর রহমান, বড়লেখা ::
মৌলভীবাজারের বড়লেখায় ঈদের দিন প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাহেদ হোসেন সুমন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছোটভাই রুমন আহমদ (২২) গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৭ জুন) সন্ধ্যায় বড়লেখা উপজেলার কাঠালতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন ও আহত রুমন বড়লেখা পৌরসভার মহুবন্দ গ্রামের ব্যবসায়ী আলাউদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের কোরবানির মাংস শ্বশুরবাড়িতে পৌঁছে দিতে ছোট ভাইকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে দক্ষিণভাগ যাচ্ছিলেন সুমন। পথে কাঠালতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয় এবং রুমন গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন রুমনকে উদ্ধার করে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) নিউটন দত্ত জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম সরকার বলেন, “ঘটনার পর প্রাইভেট কারের চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে। নিহত ও আহত যুবক পরস্পরের আপন ভাই।”