সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
রবিবার, ২২ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ঈদের দিনে বড়লেখায় হৃদয়বিদারক দুর্ঘটনা: বড় ভাইয়ের পর চলে গেলেন ছোট ভাইও

বড়লেখা প্রতিনিধি ::

ঈদের দিনে যখন পুরো দেশ ছিল আনন্দ-উৎসবে মেতে, তখন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার এক পরিবারে নেমে আসে শোকের ছায়া। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই ভাই—বড় ভাই সাহেদ হোসেন সুমন (২৬) ও ছোট ভাই রুমন আহমদ (২৪)।

শনিবার (৭ জুন) বিকেলে কোরবানির মাংস শ্বশুরবাড়িতে পৌঁছে দিতে গিয়ে বড় ভাই সুমন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন ছোট ভাই রুমন। পরে রাত সাড়ে ৯টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মৃত্যুবরণ করেন।

নিহত দুই ভাই বড়লেখা পৌরসভার মহুবন্দ গ্রামের বাসিন্দা আলাউদ্দিনের ছেলে। বড় ভাই সুমন ছিলেন সৌদি প্রবাসী। কয়েক মাস আগে তিনি দেশে ফিরে বিয়ে করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে সাহেদ মোটরসাইকেলে করে ছোট ভাই রুমনকে সঙ্গে নিয়ে দক্ষিণভাগে শ্বশুরবাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। পথে বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক সড়কের কাঠালতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাহেদ মারা যান এবং রুমন গুরুতর আহত হন।

স্থানীয়রা প্রথমে রুমনকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মারা যান তিনি।

বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) নিউটন দত্ত বলেন, “মোটরসাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে বড় ভাই ঘটনাস্থলেই মারা যান এবং ছোট ভাই হাসপাতালে নেওয়ার পর মারা যান।”

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম সরকার বলেন, “দুর্ঘটনার পর প্রাইভেট কারটির চালক পালিয়ে গেছে। তবে গাড়িটি জব্দ করা হয়েছে।”

এই মর্মান্তিক ঘটনায় শুধু নিহতদের পরিবার নয়, শোকাহত গোটা বড়লেখা উপজেলা। ঈদের আনন্দ যেন এক লহমায় পরিণত হয়েছে বিষাদে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: