cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
স্টাফ রিপোর্টার ::
সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আজ শনিবার উদযাপিত হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই দিনটি উদযাপন করতে দেশের শহর থেকে গ্রাম পর্যন্ত সব ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে বিরাজ করছে আনন্দ, উচ্ছ্বাস ও আত্মত্যাগের অনুভূতি।
ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। পৃথক বাণীতে তাঁরা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও কল্যাণ কামনা করেছেন।
এদিন সামর্থ্যবান মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করেন। ইসলাম ধর্ম মতে, হজরত ইব্রাহিম (আ.) আল্লাহর আদেশ পালন করতে গিয়ে তাঁর পুত্র ইসমাইল (আ.)-কে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন। সেই ঐতিহাসিক ত্যাগ ও আনুগত্যের স্মৃতি ধারণ করে ইসলামি শরিয়তে কোরবানির বিধান এসেছে।
ঈদুল আজহার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত পবিত্র হজ। মক্কার অদূরে আরাফাতের ময়দানে সমবেত হয়ে বিশ্বের লাখো মুসলমান হজ পালন করেন। গতকাল শুক্রবার সৌদি আরবে ঈদ উদযাপিত হয় এবং হজযাত্রীরা মিনায় পশু কোরবানিসহ হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। সৌদি আরবের সঙ্গে মিল রেখে পৃথিবীর বহু দেশ শুক্রবারই ঈদুল আজহা উদযাপন করেছে।
এদিকে ঈদ উপলক্ষে সরকারিভাবে হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশু সদনে উন্নত খাবার পরিবেশনের ব্যবস্থা নেওয়া হয়েছে। রাষ্ট্রীয়ভাবে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবনে করা হয়েছে আলোকসজ্জা। টেলিভিশন ও রেডিও চ্যানেলগুলো প্রচার করছে ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা।
ঈদ উদযাপনে যাতে কোনো বিঘ্ন না ঘটে, সেজন্য সরকার সার্বিক নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থাপনায় বিশেষ পদক্ষেপ নিয়েছে। দেশের সব সিএনজি ও ফিলিং স্টেশন খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ঈদের যাত্রা নির্বিঘ্ন হয়। যাত্রীর ভোগান্তি বা হয়রানি হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা পেয়েছেন টানা ১০ দিনের ছুটি। গত ৫ জুন বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই ছুটি চলবে ১৪ জুন পর্যন্ত। সংবাদ মাধ্যমেও ঈদ উপলক্ষে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
ঈদুল আজহা উপলক্ষে দেশের প্রতিটি কোণায় আজ বাজছে ত্যাগ, ভ্রাতৃত্ব ও মানবিকতার সুর। ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এটি শুধু উৎসবের দিন নয়, বরং নিজেকে আত্মশুদ্ধির মাধ্যমে পরিশুদ্ধ করে তোলার এক মহাসন্ধিক্ষণ।