cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
স্টাফ রিপোর্টার ::
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) জেলার চুনারুঘাট, মাধবপুর এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় চোরাচালানবিরোধী চারটি পৃথক অভিযান চালিয়ে প্রায় ৫৬ লাখ ১ হাজার টাকা মূল্যের চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় হিমায়িত গরুর মাংস, গাঁজা, চা-পাতা ও বাংলাদেশি রাবার।
গতকাল শনিবার (২৪ মে) দিবাগত রাতে এই তথ্য নিশ্চিত করেন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহলদল মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়। পরে সিলেট থেকে ছেড়ে আসা একটি সন্দেহজনক ট্রাক থামানোর সংকেত দিলে চালক বিজিবির উপস্থিতি বুঝতে পেরে ট্রাক ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে ভারতীয় হিমায়িত গরুর মাংস উদ্ধার করা হয়।
অন্যদিকে, চুনারুঘাট উপজেলার চিমটিবিল ও সাতছড়ি বিওপি এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কাকমারাছাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় আকস্মিক অভিযানে ভারতীয় গাঁজা, চা-পাতা ও বাংলাদেশি রাবার জব্দ করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন,
“বিজিবি চোরাচালান ও মাদকের বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থানে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। দেশের যুব সমাজকে মাদক ও চোরাচালানের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে এবং সীমান্ত রক্ষায় বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”
তিনি আরও বলেন,
“বিজিবি শুধু সীমান্ত পাহারার কাজই করে না, বরং জনগণের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে মাদক ও চোরাচালান প্রতিরোধে। সীমান্ত এলাকায় কোনো ধরনের চোরাচালান বা অবৈধ কর্মকাণ্ডের তথ্য থাকলে সবাইকে দ্রুত বিজিবিকে জানাতে অনুরোধ করছি।”
উল্লেখ্য, এসব অভিযান সরাইল রিজিয়নের অধীনে শ্রীমঙ্গল সেক্টরের দিকনির্দেশনায় পরিচালিত হয় এবং এতে ৫৫ বিজিবির সদস্যরা সাহসিকতার সঙ্গে অংশ নেন।