সর্বশেষ আপডেট : ২৩ মিনিট ৩৪ সেকেন্ড আগে
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

লুটনে প্রথম ব্রিটিশ বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত হলেন সিলেটের মমতা

প্রবাস ডেস্ক ::

যুক্তরাজ্যের লন্ডনের লুটন কাউন্সিলের ২০২৫-২৬ অর্থবছরের জন্য নতুন ডেপুটি মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন শাহানারা নাসের (মমতা)। তিনিই ব্রিটেনের লুটন কাউন্সিলে প্রথম ব্রিটিশ বাংলাদেশি নারী হিসেবে ডেপুটি মেয়রের দায়িত্ব পেয়েছেন, যা একটি ঐতিহাসিক মাইলফলক বলে মনে করছেন স্থানীয় বাংলাদেশি কমিউনিটি।

একই অনুষ্ঠানে লুটন বরো কাউন্সিলের মেয়র নির্বাচিত হন কাউন্সিলর এমি নিকলস। মঙ্গলবার, ২০ মে ২০২৫ তারিখে কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় বিদায়ী মেয়র তাহমিনা সেলিমের সভাপতিত্বে নতুন মেয়র ও ডেপুটি মেয়রের নাম ঘোষণা করা হয়।

লেবার পার্টির পক্ষ থেকে নির্বাচনে অংশ নিয়ে ২০২৩ সালের ৪ মে লুটন কাউন্সিলের সেইন্টস ওয়ার্ড থেকে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হন শাহানারা নাসের (মমতা)। সে নির্বাচনে তিনি ১,৫২৫ ভোট পেয়ে বিজয়ী হন।

ডেপুটি মেয়র নির্বাচিত হয়ে শাহানারা নাসের বলেন, “লুটনের সামগ্রিক উন্নয়ন এবং প্রতিটি সম্প্রদায়ের মানুষের কল্যাণে আমি আমার জীবন উৎসর্গ করতে চাই। কমিউনিটির মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাদের এই বিশ্বাসের মর্যাদা রাখতে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব।”

তিনি লুটনের পরিচিত কমিউনিটি এক্টিভিস্ট ও সাবেক শিক্ষক শাহ আবু নাসের সাজনের স্ত্রী। ১৯৭৬ সালে পরিবারসহ যুক্তরাজ্যে আসেন শাহানারা। তার পৈতৃক বাড়ি বাংলাদেশে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমকুনা গ্রামে। শৈশব কেটেছে পূর্ব লন্ডনে। প্রাথমিক শিক্ষার পর কিছু বছর বাংলাদেশে থেকে সিলেট ব্লু বার্ড স্কুল, সিলেট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং সিলেট মহিলা কলেজে পড়াশোনা করেন। এরপর পুনরায় যুক্তরাজ্যে ফিরে ‘উইন্ডসর অ্যান্ড মেডেনহেড কলেজ’ এবং ‘নিউ বাকিংহাম বিশ্ববিদ্যালয়’ থেকে স্বাস্থ্য ও সামাজিক বিজ্ঞানে ডিগ্রি অর্জন করেন।

তিনি দীর্ঘদিন ধরে NHS-এ কর্মরত ছিলেন এবং একজন অভিজ্ঞ অনুবাদক হিসেবেও ২৩ বছর ধরে কাজ করছেন। সমাজসেবা, ভাষাগত প্রতিবন্ধকতা দূরীকরণ এবং সংস্কৃতি সংরক্ষণে তার সক্রিয় ভূমিকা তাকে লুটন কাউন্সিলের গুরুত্বপূর্ণ এক প্রতিনিধি হিসেবে পরিচিত করেছে।

বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ বলছেন, শাহানারা নাসেরের এ অর্জন শুধু লুটন নয়, পুরো ব্রিটেনে বাংলাদেশি অভিবাসী নারীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: