সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
রবিবার, ২২ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

হেতিমগঞ্জে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চার শতাধিক রোগীকে সেবা প্রদান

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বৃহত্তর হেতিমগঞ্জ হেল্পিং হ্যান্ডস এর পরিচালনায় ও আপলিফট ইউ, ডালাস ইউনাইটেড এসোসিয়েশন এবং ডিএমভি স্পোর্টস কাউন্সিল এর যৌথ অর্থায়নে দিনব্যাপী দরিদ্র ও অসহায় মানুষদের মধ্যে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ মে) সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৪ নং লক্ষিপাশা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কতোয়ালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের তত্বাবধানে ছিলেন ইউএসএস এর কমিউনিটি লিডার অব ডিএমডি মোস্তাক হোসেইন ও গ্রেটার হেতিমগঞ্জ হেল্পিং হ্যান্ডসের প্রতিষ্টাতা মো. আমিনুর রশিদ মাসুদ।

অনুষ্ঠানে ফ্রি চক্ষু সেবা প্রদান করেন সিলেট ক্যাকো সেন্টারের এম.বি.বি.এস (এনই এমসি) ডা: এ কে এম শাহ রিয়াদ, বেগম রোকেয়া খাতুন চৌধুরী জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার ও সিলেট ফ্যাকো সেন্টারের ডা. লিমন বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনা করেন নাজমুল হাসান ইমরান ও কামরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী ও সমাজসেবক কামাল উদ্দিন বেলাল, আলি আহমদ লিপু, লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার জালাল আহমদ, সমাজসেবক ফাহাদ আহমদ, শিপাক হোসাইন, কামরুল আহমদ, দিদার আহমদ, শামসুল হক জুন্নাহ, খালেদ আহমদ, মুনতাজুর রহমান নাফি, আল আহবাব, তুহিন আহমদ, মারওয়ান আহমদ, সিজান আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে বৃহত্তর হেতিমগঞ্জ হেল্পিং হ্যান্ডসের একটি বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক দল গরীব, অসহায় ও দুস্থ মানুষদের বিনামুল্যে চোখের প্রাথমিক চিকিৎসা, ঔষধ ও চশমা প্রদান এবং ছানি পড়া রোগীদের নির্নয় করেন। ক্যাম্পে প্রায় ৩৫০ জনের অধিক রোগীকে ফ্রি চক্ষু সেবা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তরা বলেন, আর্ত মানবতার কল্যাণ ও চিকিৎসা সেবায় প্রতিষ্ঠালগ্ন থেকে বৃহত্তর হেতিমগঞ্জ হেল্পিং হ্যান্ডস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। হেতিমগঞ্জ হেল্পিং হ্যান্ডসের সেবা ও সহযোগীতা পেয়ে দরিদ্র জনগোষ্ঠী প্রতিনিয়ত উপকৃত হচ্ছেন। তারই ধারাবাহিকতায় কতোয়ালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দরিদ্র ও সুবিধা বঞ্চিত কয়েক শতাধিক মানুষ চিকিৎসা সেবা পেয়েছেন, যা একটি মহতী ও মানবিক উদ্যোগ।
বক্তারা বৃহত্তর হেতিমগঞ্জ হেল্পিং হ্যান্ডস চিকিৎসা সেবাসহ মানবসেবামূলক কাজ অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের প্রতি উদাত্ত আহবান জানান। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: