সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
রবিবার, ২২ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

“সিটি কর্পোরেশনের কার্যক্রমে নাগরিকদের আরও বেশি সম্পৃক্ততা প্রয়োজন”

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক খান মোহাম্মদ রেজা-উন-নবী বলেছেন, “সিটি কর্পোরেশনের কার্যক্রমে নাগরিকদের আরও বেশি সম্পৃক্ততা প্রয়োজন। এর মাধ্যমে যেমন স্বচ্ছতা বৃদ্ধি পায়, তেমনি কার্যক্রমে গতি আসে।”

বুধবার নগর ভবনে অনুষ্ঠিত সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর সহায়তায় আয়োজিত এ সভায় নগরবাসীর বিভিন্ন সমস্যা ও তার সমাধানের বিষয়ে আলোচনা হয়।

সভায় অংশগ্রহণকারীরা জলাবদ্ধতা নিরসনে ছড়া-খাল পরিষ্কার, নদী খনন, মশার উপদ্রব নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্তকরণ, পাহাড় কাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, খেলাধুলার জন্য খোলা জায়গার সংস্থান ও যানজট নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

সভায় প্রশাসক জানান, “নগরীর বিভিন্ন খাল ও ছড়া পরিষ্কারে ইতোমধ্যে ব্যাপক কার্যক্রম শুরু হয়েছে, যা শিগগিরই শেষ হবে বলে আশা করা যায়।”

সভায় আরও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, জাইকার প্রকল্প প্রধান নাওকো আনজাই, আইনজীবী এমাদউল্লাহ শহিদুল ইসলাম, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, ডা. মো. শামীমুর রহমান, মাওলানা হাবিবুর রহমান, শামসুল বাসিত শেরো, নারী উদ্যোক্তা শামা রহমান চৌধুরী ও আফিফা কুমকুম, সাংবাদিক ফয়সল আহমদ বাবলু, জুরেজ আব্দুল্লাহ গুলজার, মাওলানা হাবিব আহমদ শিহাব ও মো. জায়েদ প্রমুখ। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: