cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
স্টাফ রিপোর্টার ::
চার মাস চিকিৎসা শেষে আগামী সোমবার সকালে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে তিনি প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন, পরে একই ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বেগম জিয়ার সফরসঙ্গী হিসেবে থাকবেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও শর্মিলা রহমান, ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা এনামুল হক চৌধুরী, এপিএস মাসুদুর রহমান এবং গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রূপা হক।
সিলেটের বিমানবন্দরে প্রায় এক ঘণ্টা অবস্থান করবেন খালেদা জিয়া। এ সময় সিলেট বিভাগীয় বিএনপির নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তবে তিনি কোনো সভা বা সমাবেশে অংশ নেবেন না বলে জানিয়েছে দলীয় সূত্র।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, “নেত্রীর আগমন ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে বিপুল উদ্দীপনা তৈরি হয়েছে।” মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী জানান, “দীর্ঘদিন পর নেত্রী সিলেটের মাটি স্পর্শ করবেন, এটি আমাদের জন্য আবেগঘন মুহূর্ত।”
২০১৮ সালে দুর্নীতির মামলায় কারাবন্দী হন খালেদা জিয়া। করোনাকালে শর্তসাপেক্ষে মুক্তি পাওয়ার পর ২০২৪ সালের আগস্টে সরকার পতনের পর রাষ্ট্রপতির আদেশে তিনি পূর্ণাঙ্গ মুক্তি লাভ করেন এবং মামলা বাতিল হয়। চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে ২৫ জানুয়ারি থেকে ছেলে তারেক রহমানের লন্ডনের বাসায় অবস্থান করছেন তিনি।
লন্ডনে অবস্থানকালে দীর্ঘদিন পর পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেছেন খালেদা জিয়া। এর আগে চারটি ঈদ কেটেছিল তাঁর কারাবাস ও হাসপাতালে। বর্তমানে তিনি লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হার্ট ও ডায়াবেটিসসহ বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছেন। দেশে ফিরেও চিকিৎসা অব্যাহত থাকবে বলে জানা গেছে।