সর্বশেষ আপডেট : ২১ ঘন্টা আগে
সোমবার, ২১ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ভবিষ্যতে আর কোনো ‘মব’ সহ্য করা হবে না : সিলেটে স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার ::

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। ভবিষ্যতে আর কোনো ‘মব’ সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সিলেটের বিমানবন্দর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, “কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যেসব এলাকা থেকে অস্ত্র লুট হয়েছে, সেগুলোর সব অস্ত্র এখনো উদ্ধার হয়নি। সেগুলো বাইরে থাকলে নিরাপত্তার কিছুটা হুমকি থেকেই যায়।”

জাহাঙ্গীর আলম বলেন, “৫ আগস্টের পর দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে অনেক পরিবর্তন এসেছে। তবে পুলিশের উপর বিভিন্ন সময়ে হামলা ও গাড়ি পুড়িয়ে দেওয়ার কারণে তাদের কার্যক্ষমতা এখনো পুরোপুরি পুনরুদ্ধার হয়নি।”

পুলিশকে সময় ও সামর্থ্য ফিরিয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নতুন গাড়ি ও প্রয়োজনীয় সরঞ্জাম এখনো সরবরাহ করা যায়নি। তাছাড়া পুলিশ সদস্যদের জীবনমানের ক্ষেত্রেও অনেক ঘাটতি রয়েছে। তাদের থাকা-খাওয়ার বিষয়েও অনেক সীমাবদ্ধতা রয়েছে, তারপরও তারা যথাসাধ্য কাজ করে যাচ্ছে।”

তিনি বলেন, “শুধু চাওয়া-পাওয়া নয়, পুলিশের প্রতি আমাদের প্রত্যাশা পূরণে তাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধাও নিশ্চিত করতে হবে।”

এ সময় তিনি মব নিয়ন্ত্রণে জনগণকেও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।

সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে পাঠানো চিঠির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “শেখ হাসিনাকে গ্রেফতারের বিষয়ে ইন্টারপোলে চিঠি দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে নতুন কোনো তথ্য জানার মতো অবস্থায় নেই।”

থানা পরিদর্শনের সময় সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. রেজাউল করিম, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. শাহরিয়ার আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: