সর্বশেষ আপডেট : ২০ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

একুশে পদকপ্রাপ্ত লোকসংগীত শিল্পী সুষমা দাশ আর নেই

স্টাফ রিপোর্টার ::

একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান লোকসংগীত শিল্পী সুষমা দাশ পরলোক গমন করেছেন। বুধবার (২৬ মার্চ) বিকেলে সিলেট শহরের হাওলাদার পাড়ায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।

পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন এই গুণী শিল্পী। চিকিৎসার জন্য তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। তবে গত ১৩ মার্চ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে বাসায় নিয়ে যাওয়া হয়।

সাংস্কৃতিক অঙ্গনের অনন্য প্রতিভা সুষমা দাশ একসঙ্গে গান করেছেন বাউল সম্রাট শাহ আবদুল করিম, দুর্বিন শাহ, আলী হোসেন সরকার এবং কামাল পাশার মতো কিংবদন্তি শিল্পীদের সঙ্গে। লোকসংগীতে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৭ সালে একুশে পদক লাভ করেন। এছাড়া সংগীত জগতে তাঁর অসামান্য অবদানের জন্য তিনি অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।

শ্রদ্ধা নিবেদনের জন্য গতকাল বুধবার (২৬ মার্চ) রাত ৮টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর মরদেহ নেওয়া হয়। সেখানে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বিদায়ী মুহূর্তে শিল্পীরা রবীন্দ্রনাথ ঠাকুরের গান পরিবেশন করেন: “আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে। তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে।”

পরে তাঁর মরদেহ সুনামগঞ্জের শাল্লা থানার পুটকা গ্রামে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। তিনি চার ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে সিলেটের সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শিল্পীর অনবদ্য সুর ও সংগীত অনুরাগীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: