cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
সমাজের কল্যাণে গঠিত নাসীহা ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত মাসব্যাপী তাদরীবুল কুরআন প্রজেক্ট তথা সম্পূর্ণ ফ্রি কুরআন ও দ্বীন শিক্ষা কেন্দ্রসমূহের ফলাফল পুরস্কার (হাদিয়া) বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (২৫ রামাদ্বান) বাদ যোহর থেকে নাসীহার প্রধানকেন্দ্র রায়নগর সোনারপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এসময় কুরআন শিক্ষা কেন্দ্রের শিশু-কিশোর, যুবক-বয়স্ক শিক্ষার্থীদের কালিমা, অর্থসহ সূরা, নামাজে জানাযাসহ দ্বীন শিক্ষার প্রদর্শনীও করা হয়।
নাসীহা ফাউন্ডেশনের প্রতিনিধি আলহাজ্ব আব্দুর রকিব রকুর সভাপতিত্বে ও রায়নগর সোনারপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আশরাফ উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান কেন্দ্র’র যিম্মাদার ও রায়নগর সোনারপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লি নজরুল ইসলাম শহির।
নাসীহা ফাউন্ডেশনের সদস্য হাফেজ আব্দুল হাদী তালহার কুরআন তেলাওয়াতে সূচিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে নসিহত পেশ করেন জামেয়া জামিয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার এর প্রিন্সিপাল মাওলানা শায়খ আব্দুস সুবহান দা.বা.।
অনুষ্ঠানে নাসীহা ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা মুফতি শাইখ হাবিব নূহ এর পক্ষ থেকে প্রেরিত বক্তব্যে তিনি বলেন, নাসীহা ফাউন্ডেশন সূচনাতে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব ঘিরে একটি সামাজিক সংগঠন গড়ে উঠলেও এটি এখন বৃহত্তর পরিসরে কার্যক্রম পরিচালনা করছে। নাসীহার অন্যতম কর্মসূচি হল তাদরীবুল কুরআন তথা কুরআন শিক্ষা-কার্যক্রম।
বিগত বছরগুলোর ন্যায় এবারও কার্যক্রম চলমান ছিল। এ বছর পূর্ব সিলেটের ৪টি মসজিদে কুরআন শিক্ষা কেন্দ্র পরিচালিত হয়েছে। তিনি সবাইকে কুরআন শিক্ষার প্রসারে এগিয়ে আসার আহবান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-জামিয়া মাদানিয়া কাজিরবাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, মারকাযুল হিদায়ার পরিচালক মুফতি নুরুযযামান সাঈদ, জামিয়া হিদায়াতুল ইসলাম সিলেটের পরিচালক মুফতি মুতিউর রহমান।
লিখিত বক্তব্য পাঠ করেন নাসীহা ফাউন্ডেশন’র পরিদর্শক ক্বারী মাওলানা আতিকুর রহমান নগরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মাওলানা লুকমান হাকিম, জামেয়া দারুল ফালাহ’র সিনিয়র শিক্ষক মুফতি শরীফ আহমদ, মাওলানা মাবরুর রহমানী, হাফেজ হাসান আহমদ, নাসীহা ফাউন্ডেশনের অন্যতম সদস্য আব্দুল আল্লাম রামীম, আব্দুল কাইয়ূম, সৈয়দ জাহিদ হোসেন, ইকরাম আহমদসহ, এলাকার মুরব্বিয়ান, যুব সমাজ, ব্যবসায়ী, সমাজসেবক, সাংবাদিকবৃন্দ উপস্থিত।
উল্লেখ্য, ২০২১ সালে আওলাদে রাসূল সা. সায়্যিদ আশহাদ রাশিদী নাসীহা ফাউন্ডেশনের ফ্রি কুরআন ও দ্বীন শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন।-বিজ্ঞপ্তি