সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

বন্দরবাজারে অটোরিকশা চালকদের হামলার শিকার সাংবাদিক শুয়াইব 

সিলেট নগর ভবনের সামনে সিএনজিচালিত অটোরিকশা চালকদের হামলায় সিলেট প্রেসক্লাবের অ্যাসিস্টেন্ট সেক্রেটারি ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিলেট প্রতিনিধি শুয়াইবুল ইসলাম ও তার খালাতো ভাই কামরুল ইসলাম আহত হন। সোমবার (২৪ মার্চ) বিকেল চারটার দিকে এই হামলার ঘটনা ঘটে। আহত দুই জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী রাকিন নামের এক ব্যক্তি জানান, বিকেলে সিলেট সিটি করপোরেশনের প্রধান ফটকের সামন দিয়ে তিনি যাচ্ছিলেন। এই সময় ‘ছিনতাইকারী, ছিনতাইকারী’ আওয়াজ শুনে তিনি এগিয়ে যান। গিয়ে দেখতে পান অটোরিকশা চালকরা দুই ব্যক্তিকে মারধর করছেন। পরে জানতে পারেন অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করায় চালকরা তাদেরকে পরিকল্পিতভাবে ‘ছিনতাইকারী’ সাজানোর চেষ্টা করছেন এবং তাদেরকে মারধর করছেন।

হামলার শিকার শুয়াইবুল ইসলাম জানান, তিনি তার ছোট ভাইকে নিয়ে অটোরিকশাযোগে বন্দরবাজার যান। করিমউল্লাহ মার্কেটের সামনে পৌঁছার পর চালক তার ছোট ভাইয়ের কাছ থেকে ভাড়া চেয়ে নেন এবং অতিরিক্ত ভাড়া আদায় করেন। এই বিষয়ে জানতে চাওয়ায় চালক তাকে গালাগালি করেন এবং সিটি সুপার মার্কেটের সামনে রাস্তার মাঝখানে নামিয়ে দেন।

তিনি বলেন, গাড়ি থেকে নামার পরপর চালক সিটি করপোরেশনের সামনে দাঁড়িয়ে থাকা অন্যান্য অটোরিকশার চালকদের ডাকেন এবং আমাদেরকে ছিনতাইকারী আখ্যা দিয়ে অপরাধী সাজানোর চেষ্টা করেন। সবাই জড়ো হয়ে হামলা চালায় এবং এই সময় পথচারীরা এগিয়ে এসে রক্ষা করেন। তিনি অভিযোগ করেন, ছিনতাইকারী উল্লেখ করে তারা মবের চেষ্টা করে এবং একজন চালক তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

খবর পেয়ে সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুর কবির ইকু, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সভাপতি আশরাফুল কবিরসহ সিনিয়র সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে হামলাকারীরা সটকে পড়ে।

এ বিষয়ে সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির বলেন, সড়কে অটোরিকশা চালকদের বেপরোয়া আচরণ দিন দিন বাড়ছে। বন্দরবাজারে অটোরিকশা চালকরা আমাদের সহকর্মী শুয়াইব ও তার ছোট ভাইকে কোনো উস্কানি ছাড়া তারা হামলা করে আহত করেছে। আমরা এই বিষয়ে আইনি প্রতিকার চাইব। হামলাকারী কয়েক জনের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
এই বিষয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক (০১৩২০০৬৭৫৬৩) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: