cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
বিয়ানীবাজার সংবাদদাতা ::
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, “যে কোনো মূল্যে ফ্যাসিস্টের পুনর্বাসন প্রতিহত করা হবে।”
রোববার (২৩ মার্চ) বিয়ানীবাজারের চারখাই ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে আওয়ামী ফ্যাসিবাদের কবলে পড়ে দেশের মানুষ তাদের মৌলিক ভোটাধিকার হারিয়েছিল। নাগরিক অধিকার কেড়ে নিয়ে দেশজুড়ে লুটপাটের রাজত্ব কায়েম করা হয়েছিল। তবে ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশের স্বৈরশাসক পালিয়ে যেতে বাধ্য হয়েছে।”
তিনি আরও বলেন, “সহস্রাধিক তাজা প্রাণের বিনিময়ে বাংলাদেশ আজ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। পতিত স্বৈরাচারীদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই। কেউ এমন চেষ্টায় লিপ্ত হলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।”
চারখাই দক্ষিণ বাজারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং চারখাই ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সিপলু আহমদ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সায়েক আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, সিলেট জেলা বিএনপির তাতী বিষয়ক সম্পাদক অহিদ আহমেদ তালুকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হাজী এম এ মান্নান, সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সৈয়দ এমরান আহমেদ, উপজেলা বিএনপির সিনিয়র সদস্য জামাল আহমেদ, প্রচার সম্পাদক ফয়েজ আহমেদ ও বৈদেশিক বিষয়ক সম্পাদক আব্দুল গফুর।
এছাড়া, উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, শ্রমিক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফয়সল আহমদ চৌধুরী আরও বলেন, “ফ্যাসিস্ট হাসিনার পতনের আন্দোলনে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ভূমিকা স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”
তিনি বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।