সর্বশেষ আপডেট : ১৮ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেটে ১৩ ছিনতাইকারী গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার ::

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালী মডেল থানা কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে ১৩ জন চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার হয়েছে। অভিযানে ছিনতাইকারীদের হেফাজত থেকে ১০টি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। এসএমপি’র এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় কোতোয়ালী থানার একটি চৌকস টিম নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ও ছিনতাই মামলার তথ্য পাওয়া গেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন,  সিলেট সদর (কোতোয়ালী), খাদিমপাড়া (৪ নং ওয়ার্ড)-এর বাসিন্দা মৃত আব্দুল গফ্ফার’র পুত্র সাকিবুল হাসান হীরা (৪৬), কিশোরগঞ্জ, অষ্টগ্রাম, শান্তিপুর (পোঃ কদমচাল)-এর মোঃ জিবু মিয়ার পুত্র মোঃ রুবেল মিয়া (২৫), সিলেট, জৈয়ন্তাপুর, পানিছড়া (চিকনাগুল ইউ/পি)-এর মোঃ মনাফ হোসেন মনা’র পুত্র মোঃ সাহেদ হোসেন (২০), মৌলভীবাজার, সদর, শেরপুর (পিটুয়া)-এর মৃত তমিজ মিয়ার পুত্র বাবলু আহমদ (২৫), সিলেট, এয়ারপোর্ট, সাহেববাজার (বাজারতল)-এর বাসিন্দা মৃত আব্দুস সাত্তার’র পুত্র মোঃ জাকির হোসেন (৩৩), সুনামগঞ্জ, মধ্যনগর, সাউদপাড়ার বাসিন্দা মৃত আব্দুর রহমান’র পুত্র রিপন মিয়া (৩১), সুনামগঞ্জ, জগন্নাথপুর, কলকলিয়া (কলকলি)-এর মোকদ্দছ আলীর পুত্র সাঈদ আহমদ (৩২), সিলেট, জৈয়ন্তাপুর, সরুখেল পশ্চিম (পোঃ চতুল বাজার)-এর হাবিবুর রহমান আবুল’র পুত্র ইমরান আহমদ দুলাল (৩০), সুনামগঞ্জ, ধর্মপাশা, মাটিকাটা (পোঃ বাদশাগঞ্জ বাজার)-এর আব্দুর রশিদ ওরফে আবু মিয়ার পুত্র হাবিল আহমদ (২৮), সুনামগঞ্জ, তাহিরপুর, চরগাঁও-এর মোঃ জজ মিয়া’র পুত্র রফিকুল ইসলাম (১৯), সুনামগঞ্জ, সদর, কালীপুর গ্রামের মোঃ বাচ্ছু মিয়ার পুত্র মোঃ ফারুক মিয়া (৩৫), সিলেট, জৈন্তাপুর, লামাশ্যামপুর গ্রামের মৃত আব্দুর রব’র পুত্র মোঃ শুয়েব আহমদ (২৯) এবং কিশোরগঞ্জ, সদর, লতিবপুর-এর তোতা মিয়ার পুত্র রুবেল আহমদ (২৭)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নগরীতে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: