সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

খাদিম নগরে ভূমিখেকো চক্র কর্তৃক ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ

সিলেট শহরতলীর খাদিম নগর ইউনিয়নের মহালদিক এলাকায় চিহ্নিত ভুমিখেঁকোচক্র কর্তৃক একজন ব্যবসায়ী ও তার পরিবারকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী এ ব্যবসায়ী সংবাদ সম্মেলনে তাকে হয়রানির জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন। খাদিম নগর ইউনিয়নের মহালদিক গ্রামের ব্যবসায়ী মো. জয়নুল হক সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, খাদিম নগর ইউনিয়নের মহালদিক গ্রামের রইছ আলীর পুত্র নিজাম উদ্দিন এবং উমর আলীর পুত্র আবদুল করিম এর নেতৃত্বে একদল ভূমিখেঁকো দীর্ঘদিন ধরে ব্যবসায়ী জয়নুল হক এর মালিকানাধীন ভুমি থেকে মাঠি কেটে নেয়ার পায়তারা করছিলো। গত ১৫ জানুয়ারি রাতের আঁধারে উল্লেখিত লোকজন মাঠি কাটার এক্সকেভেটর মিশিন দিয়ে জয়নুল হক এর স্ত্রীর নামীয় একটি ভূমি থেকে জোরপূর্বক মাঠি কেটে নিয়ে সেখানে গভীর গর্তের সৃষ্টি করে। জয়নুল হক এ ঘটনার প্রেক্ষিতে থানায় অভিযোগ দায়ের করলে,- পুলিশী তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়। উক্ত ঘটনার পর থেকে মামলার আসামী নিজাম উদ্দিন, আবদুল করিম, নূর মিয়া,ইউনুস আলী প্রমুখ ব্যাক্তিরা ব্যবসায়ী জয়নুল হক এর বিরুদ্ধে নানা ধরনের অপতৎপরতা শুরু করে।

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয় উল্লেখিত ব্যক্তিরা নিজেদের অপকর্ম ঢাকতে ব্যবসায়ী জয়নুল হক এক বিরুদ্ধে বহুমুখি ষড়যন্ত্র শুরু করে। তারা সম্পূর্ণ মিথ্যা তথ্য সন্নিবেশিত করে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। উক্ত সংবাদ সম্মেলনে অভিযুক্ত ব্যক্তিরা মিথ্যা তথ্য প্রদান করে বিভ্রান্তিমূলক বক্তব্য পরিবেশন করে। তারা ব্যবসায়ী ও স্থানীয় জামায়াত নেতা জয়নুল হক কে যুবলীগ নেতা বানিয়ে সংবাদ সম্মেলনে মিথ্যাচার করে। মূলতঃ মহালদিক গ্রামের নিজাম উদ্দিন, আবদুল করিম, নূর মিয়া,ইউনুস আলী প্রমুখ ব্যাক্তিরা চিহ্নিত ভূমিখেঁকো হিসাবে এলাকায় পরিচিত। এদের বিরুদ্ধে স্থানীয় চা বাগানের জমি জবরদখলের ঘটনায় বাগান কর্তৃপক্ষ কর্তৃক মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে উক্ত মামলা আদালতে বিচারাধীন রয়েছে।সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত নিজাম উদ্দিন এবং আবদুল করিম স্থানীয় আওয়ামীলীগ নেতা হিসেবে এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অপকর্মে সম্পৃক্ত রয়েছেন।নিজাম উদ্দিন ইতোপূর্বে ন্যাশনাল টি কেম্পানীর ভুমি দখলের মামলায় দীর্ঘ দিন জেল খেটেছেন। সংবাদ সম্মেলনে ব্যবসায়ী জয়নুল হক সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, রাজনৈতিক মতবিরোধ থাকায় তার প্রতিপক্ষ তাকে ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে অনেক আগে থেকেই হয়রানি মূলক অপতৎরতা চালিয়ে আসছে। তিনি তাকে হয়রানীর জন্য দায়ী এসব ব্যাক্তির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের দাবী জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যবসায়ী জয়নুল হক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহালদিক গ্রামের মুরব্বি মশাহিদ আলী,শফিক মিয়া,নূরুল হক,আবদুল কাদির,আবদুল মজিদ লাল,ময়জুল মিয়া,খুর্শিদ আলম,শামসুল হক প্রমুখ। -বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: