cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
মৌলভীবাজার সংবাদদাতা ::
মৌলভীবাজার জেলার বড়লেখা ও জুড়ী উপজেলায় মৌসুমের প্রথম শিলাবৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৮টার পর হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়, যা পথচারীদের দুর্ভোগে ফেলে এবং কৃষকদের দুশ্চিন্তা বাড়িয়ে তোলে।
স্থানীয়রা জানান, আকস্মিক শিলাবৃষ্টির কারণে রাস্তাঘাট মুহূর্তেই ফাঁকা হয়ে যায়, মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটতে বাধ্য হন। সবচেয়ে বেশি শিলাবৃষ্টি হয়েছে বড়লেখায়, যেখানে বেশ কিছু বাড়ির চাল ক্ষতিগ্রস্ত হয়েছে। দাসের বাজার ইউনিয়নের বাসিন্দা জিতু মিয়া জানান, ঝড়ো হাওয়ার পরপরই শুরু হওয়া শিলাবৃষ্টিতে গরিব মানুষের ঘরবাড়ির ক্ষতি হয়েছে।
এদিকে কৃষকদের মধ্যে ফসলের ক্ষতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে ধান, সবজি ও অন্যান্য মৌসুমি ফসলের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বড়লেখার বাসিন্দা ফয়েজ আহমদ জানান, প্রচুর শিলা পড়েছে, এতে ঘরবাড়ির পাশাপাশি ফসলি জমিরও ক্ষতি হতে পারে।
জুড়ী উপজেলার কৃষক শামীম মিয়া বলেন, শিলাবৃষ্টি বেশি সময় স্থায়ী হয়নি, তবে শীতকালীন সবজি কিছুটা ক্ষতির শিকার হতে পারে। জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল আলম খান জানান, শিলাবৃষ্টি বোরো ধানের তেমন ক্ষতি করবে না। তবে বড়লেখায় শিলাবৃষ্টি বেশি হওয়ায় শীতকালীন সবজি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
কৃষকদের আশঙ্কা সত্যি হলে মৌলভীবাজারের কৃষি উৎপাদনে কিছুটা প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।