cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
মৌলভীবাজার সংবাদদাতা ::
জলমহাল দখল ও মাছ লুটপাটের অভিযোগে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিএমএ মুক্তাদীর রাজুর পদ স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের অনুমোদনে জিএমএ মুক্তাদীর রাজুর পদ স্থগিত করা হয়েছে।
এর আগে, মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের ধলী বিল (হুরু হাওর) জলমহালে সেচের মাধ্যমে পানি কমিয়ে মাছ লুটের অভিযোগ ওঠে মুক্তাদীর রাজুর বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় গ্রামবাসী প্রতিরোধ গড়ে তুললে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
লন্ডন প্রবাসী তৌহিদুর রহমান অভিযোগ করেন, ধলী বিল জলমহাল তাদের পারিবারিক ভোগদখলে রয়েছে এবং এ বিষয়ে আদালতে মামলা চলমান। আদালতের আদেশ অনুযায়ী মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয়পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে মুক্তাদীর রাজু জলমহাল দখল করেছেন বলে দাবি করেন তিনি।
তৌহিদুর রহমান আরও বলেন, ১০ মার্চ রাতে স্থানীয় ছাত্র-জনতা অবৈধভাবে সেচ ও মৎস্য নিধনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললে সংঘর্ষ হয়। চারটি মেশিন ব্যবহার করে পানি কমিয়ে প্রায় ৮-১০ লাখ টাকার মাছ লুট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে বিএনপির সিনিয়র নেতাদের অবহিত করা হয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এ বিষয়ে জিএমএ মুক্তাদীর রাজু বলেন, “কেন্দ্রীয় সিদ্ধান্ত ঘোষণার আগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাওয়া উচিত ছিল। যে ঘটনা নিয়ে অভিযোগ উঠেছে, তার সত্যতা পাওয়া যায়নি। জলমহালটি দুটি ইউনিয়নের মধ্যে অবস্থিত এবং প্রায় প্রতি বছর এ নিয়ে সংঘর্ষ হয়। আমি কাউকে দখল করতে বা সংঘর্ষে জড়াতে বলিনি।”
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জানান, প্রয়াত বিএনপি নেতার পরিবারের দখলে থাকা জলমহাল দখল ও লুটপাটের অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সভাপতির নির্দেশে জিএমএ মুক্তাদীর রাজুর পদ স্থগিত করা হয়েছে।