সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
সোমবার, ১৭ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ভারতীয় মেহেদীসহ দুইজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ::

সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় তৈরি KAVERI ব্র্যান্ডের ১,৪৪০ পিস মেহেদী উদ্ধার করা হয়েছে। অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, ১০ মার্চ রাত ১১:৩৫ মিনিটে এসআই জুয়েল চৌধুরীর নেতৃত্বে এএসআই পিন্টুধর, রহিম উদ্দিন, ফারুক আহমেদ, আল ইমরান বিন রাজ্জাকসহ পুলিশের একটি দল এয়ারপোর্ট থানাধীন কাকুয়ারপাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে আমীর হোসেনের ভাড়াটিয়া তাজির আলীর বসতঘর থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ১,৪৪০ পিস ভারতীয় মেহেদী উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ২১,৬০০ টাকা।

গ্রেফতারকৃতরা হলেন, সিলেট এয়ারপোর্ট-এর ধোপাগুল এলাকার সমসু মিয়া মো. তাজির আলী (২১) এবং এয়ারপোর্ট-এর কাকুয়ারপাড় এলাকার মৃত আক্তার হোসেন মো. সামাদ হোসেন (২২)।

উদ্ধারকৃত মেহেদী উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় ১১ মার্চ একটি মামলা (নং-০৯) দায়ের করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে The Special Powers Act, 1974 এর 25B(1)(b)/25D ধারায় মামলা রুজু করা হয় এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, চোরাচালান ও অবৈধ পণ্য আমদানি প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: