সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিকৃবি ভেটেরিনারি ছাত্র সমিতির নেতৃত্বে মাসুদ-শিঞ্জন-তুহিন

মো. আকিমুন হাসান রাফি ::

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ভেটেরিনারি ছাত্র সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি-২০২৫ গঠিত হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) হিসেবে নির্বাচিত হয়েছেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ মাসুদুর রহমান খোন্দকার এবং সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে নির্বাচিত হয়েছেন একই বর্ষের মোঃ জিহাদুল ইসলাম শিঞ্জন।

সোমবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এনিম্যাল এন্ড বায়োমেডিক্যাল সায়েন্সস অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ ছিদ্দিকুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছাত্র সমিতির নির্বাচিত প্রতিনিধি সহ ১৬ সদস্যের তালিকা প্রকাশ করা হয়। এর আগে, ভেটেরিনারি অনুষদের বিভিন্ন ব্যাচের ছাত্র প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৭৬ টি ভোট পেয়ে সহসভাপতি হিসেবে মোঃ মাসুদুর রহমান খোন্দকার এবং ৭৩ ভোট পেয়ে মোঃ জিহাদুল ইসলাম জিএস নির্বাচিত হন। যুগ্ম-সম্পাদক মোঃ নিয়ন হাসান তুহিন পান ৪৬ টি ভোট।

নবগঠিত কমিটির সহ সভাপতি (ভিপি) মোঃ মাসুদুর রহমান খোন্দকার বলেন, ভেটেরিনারি কলেজ থেকে এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু। সে হিসেবে ভেটেরিনারি অনুষদ এই বিশ্ববিদ্যালয়ের প্রথম অনুষদ এবং বিশ্ববিদ্যালয়কে ব্যাপকভাবে প্রতিনিধিত্ব করে। এই অনুষদের শিক্ষার্থীদের নেতৃত্ব দেয়াটা অনেকটা চ্যালেঞ্জের। আশাকরি সবার সহযোগিতায় অনুষদের জন্য ভালো কিছু করে যেতে পারবো।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ জিহাদুল ইসলাম শিঞ্জন বলেন, মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমার সহপাঠীদের কৃতজ্ঞতা জানাই যারা আমাকে এই দায়িত্বের জন্য মনোনীত করেছেন। ছাত্রসমিতির প্রতিনিধি হিসেবে আমরা অনুষদের সকল ধরনের সমস্যা নিয়ে কাজ করতে চাই। আগামীতে ফুটবল, ক্রিকেট খেলা আয়োজনের মাধ্যমে ক্রীড়া সপ্তাহ পালনের পরিকল্পনা আছে। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান করার পরিকল্পনাও আছে। সর্বোপরি যেকোন ন্যায্য দাবি আদায়ে শিক্ষার্থীদের সাথে থাকতে চাই।

নবগঠিত কমিটির অন্যান্য পদের মধ্যে কোষাধ্যক্ষ হিসেবে আছেন অধ্যাপক ড. মোহাম্মদ কাওছার হোসেন। এছাড়া ক্রিড়া সম্পাদক হিসেবে মোঃ কামরুল হাসান, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে আনোয়ার কবির জিহাদ, সাহিত্য ও প্রকাশনা হিসেবে মোঃ মামুন অর রশিদ দায়িত্ব পেয়েছেন।

সদস্য হিসেবে আছেন রায়হান আহমদ, মো: ওয়াহিদুল হক তুহিন, মোঃ শহিদুল ইসলাম, মোঃ মেহেদী হাসান, তাহজিব ইসলাম সৌরভ, আলিফুল ইসলাম সৈকত, মুবতাসিম ফুয়াদ রওনক ও রাহিমুল হাসান।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: