সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেটের পলাতক আসামি ঢাকায় গ্রেফতার

স্টাফ রিপোর্টার ::

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভাটারা থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব-১, উত্তরা এবং র‍্যাব-৯, সিলেটের যৌথ অভিযানে আসামিকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৯ জানায়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ৯ মার্চ ২০২৫, বিকেল ৩:৪৫ মিনিটে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানার মামলার পলাতক আসামি হাসান আহমেদ (২৮) কে গ্রেফতার করা হয়। সে সুনামগঞ্জ জেলার ছাতক থানার বাজনামহল গ্রামের মৃত নূর উদ্দিনের পুত্র এবং বর্তমানে বাগবাড়ী (আচ্ছামিয়ার বাড়ী), ছাতক, সুনামগঞ্জে বসবাস করছিল।

হাসান আহমেদের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি মডেল থানায় ২৬ জানুয়ারি ২০২৫ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী-২০০৩) এবং পেনাল কোড-১৮৬০ এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল।

র‍্যাব-৯ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে এসএমপি কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

র‍্যাব সূত্র জানায়, বিভিন্ন অপরাধ দমনে তারা সর্বদা সক্রিয় রয়েছে এবং সমাজ থেকে অপরাধ নির্মূলে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: